বিডার সঙ্গে আইএলওর সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)

বিনিয়োগ সেবা সহজ করতে ওয়ান স্টপ সার্ভিস (এএসএস) সেবা পরিচালনা করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। বিডার এই সেবা আরও দ্রুত ও আধুনিক করতে সংস্থাটিকে প্রয়োজনীয় সহযোগিতা দেবে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে বিডা।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার সম্মেলনকক্ষে এ বিষয়ে এক বছরের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন ও আইএলওর এ-দেশীয় পরিচালক টুমো পৌটিয়াইনেন চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

এই সমঝোতার ফলে এখন থেকে বিডার ওএসএস সেবার প্রচারের জন্য কারিগরি, প্রযুক্তি ও উপকরণ দিয়ে সহায়তা করবে আইএলও। এর অংশ হিসেবে ওএসএসের প্রচারের জন্য আয়োজিত সেমিনার ও কর্মশালায় বিডাকে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, অডিও ভিজ্যুয়াল উপকরণ প্রস্তুত করে দেওয়াসহ যেকোনো ব্যবসা শুরুর ক্ষেত্রে ‘ওয়ান প্রসেস, ওয়ান ফি’ সেবা সহজ করতে প্রয়োজনীয় সহযোগিতা দেবে আন্তর্জাতিক শ্রম সংস্থা।

এ ছাড়া কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সেবাসমূহ বিডার ওএসএসে সেবার সঙ্গে যুক্ত করতে কাজ করবে আইএলও।

বিডা জানিয়েছে, তৈরি পোশাক খাতের কর্মপরিবেশ উন্নয়নে ২০১৩ সাল থেকে বাংলাদেশে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অনুমোদিত একটি প্রকল্প বাস্তবায়ন করছে আইএলও। এই কাজের একটি বিশেষ দিক হচ্ছে ‘ওয়ান স্টপ শপ’-এর ধারণা প্রচার করা। অর্থাৎ একটি মাত্র স্থান থেকে প্রয়োজনীয় সব ধরনের সেবা নিতে পারবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এই সেবা দিতে আইএলও দেশের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে কাজ করেছে। এখন বিনিয়োগকারীদের এসব প্রতিষ্ঠানের নির্দিষ্ট সেবাসমূহ বিডার ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দিতে বিডাকে সহযোগিতা করবে আইএলও।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ‘২০১৯ সাল থেকে ওয়ান স্টপ সেবার মাধ্যমে ৭৫ হাজারের বেশি বিনিয়োগ সেবা দিয়েছে বিডা। এখন আমাদের ওএসএস সেবা আরও গতিশীল করতে চাই। এ কাজে আইএলওর সহযোগিতা পেলে বিনিয়োগকারীদের আরও বেশি সেবা দেওয়া সম্ভব হবে।’

আইএলওর এ-দেশীয় পরিচালক টুমো পৌটিয়াইনেন বলেন, ‘আমরা আশা করছি বিডার ওএসএস সেবায় নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থাগুলোর সেবা একীভূত করা গেলে তা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আরও বেশি আকৃষ্ট করবে।’