দুই দিনের ব্যবধানে সোনার দাম কমল ভরিতে ৩১৩৮ টাকা

ফাইল ছবি: প্রথম আলো

দেশের বাজারে সোনার দামের উত্থান-পতন অব্যাহত আছে। এবার দুই দিনের ব্যবধানে সোনার দাম ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা পর্যন্ত কমছে। তারপরও ভালো মানের সোনার অলংকার বানাতে এক ভরিতে খরচ করতে হবে ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ মঙ্গলবার বেলা সোয়া তিনটায় দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম কমানোর বিষয়টি জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার মূল্য কমেছে। তাই সোনার দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন দাম আজই বিকেল চারটা থেকে কার্যকর হবে। সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত থাকবে।

নতুন দাম অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার ভরি কমে হয়েছে ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা। একইভাবে ২১ ক্যারেট সোনার ভরি ১ লাখ ১০ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেট ৯৫ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম দাঁড়াচ্ছে ৭৬ হাজার ৫৮৬ টাকা। আজ থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ৩ হাজার ১৩৮ টাকা, ২১ ক্যারেটে ৩ হাজার ৯ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৫৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় কমছে ২ হাজার ৭৬ টাকা।

বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তার কারণে সোনার বাজারে সুদিন চলছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়, অর্থাৎ ২০২০ সালের আগস্টের প্রথম সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১ দশমিক ১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ৭০ ডলার ছাড়িয়ে যায়। তখন এই দাম ছিল ইতিহাসের সর্বোচ্চ। তার আগে ২০২০ সালের ১৯ মার্চ সোনার আউন্স ছিল ১ হাজার ৪৭৯ ডলার। গত চার বছরে সোনার দাম করোনার আগের অবস্থায় ফেরেনি।

এদিকে গত বছরের অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর সোনার দাম আবার বাড়তে থাকে। ১ ডিসেম্বরে সোনার দাম প্রতি আউন্স ২ হাজার ৭২ ডলারে পৌঁছায়। তারপর কিছুটা কমলেও চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে দাম আবার ঊর্ধ্বমুখী হয়। মূলত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতি সুদহার হ্রাস করবে—বাজারে এমন খবর ছড়িয়ে পড়লে সোনার দাম দ্রুত বাড়তে থাকে। চলতি মাসে ইরান ইসরায়েলে হামলা চালানো পর সোনার দাম আরও কিছুটা বাড়ে। গত শুক্রবার প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৩৯০ ডলার, যা ইতিহাসের সর্বোচ্চ। যদিও দাম আজ ২ হাজার ৩০০ ডলারের নিচে নেমেছে।