চাঁদরাতে ফুটপাতে জমজমাট বেচাকেনা

চাঁদরাতে নীলক্ষেত এলাকার ফুটপাতে চলছে জুতা বিক্রি। ঢাকা, ১০ এপ্রিলছবি: ফয়জুল্লাহ

রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া ও গুলিস্তানে ফুটপাতে জমে উঠেছে চাঁদরাতের ঈদের বাজার। পাঞ্জাবি, পায়জামা, প্যান্ট, শার্ট, থ্রি–পিস, লেহেঙ্গা ও জুতার পাশাপাশি চলছে মেয়েদের প্রসাধনী ও ছেলেদের আতর-টুপি বিক্রি। পুরুষদের পাশাপাশি নারীদেরও চাঁদরাতের বাজারে দেখা গেছে। তবে ফুটপাতে ভিড় দেখা গেলেও বিপণিবিতানগুলোতে তুলনামূলক কম ভিড় দেখা গেছে।

বুধবার রাতে সরেজমিনে ঘুরে দেখা যায়, রাজধানীর এলিফ্যান্ট রোড ও ধানমন্ডি এলাকার চেয়ে নিউমার্কেট, গাউছিয়া, চন্দ্রিমা, চাঁদনীচক ও গুলিস্তানের ফুটপাত ঘিরে ক্রেতা-বিক্রেতাদের সমাগম বেশি। কিছুটা কম দামে পণ্য কেনার জন্য মানুষ ফুটপাতে ভিড় জমিয়েছেন বলে ধারণা ব্যবসায়ীদের। তবে শেষ মুহূর্তে ভালো বেচাকেনা করতে পারলেও ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য বছরের তুলনায় তাদের ব্যবসা কম হয়েছে।

গাউছিয়া এলাকার ফুটপাতের থ্রি–পিস বিক্রেতা হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে ৪০০ থেকে হাজার টাকার থ্রি–পিস আছে। ক্রেতারা তাঁদের পছন্দমতো কেনাকাটা করছেন। আজকে যাঁরা আসছেন, তাঁদের অধিকাংশই নিচ্ছেন। দিনে হাজার বিশেক টাকা বিক্রি করছি।’ সন্ধ্যা থেকে শেষ রাত পর্যন্ত আরও ২০ থেকে ৩০ হাজার টাকার বেচাকেনা হবে বলে তিনি আশা করছেন।

গরমের তীব্রতা কিছুটা কম এবং সড়কে যানজট না থাকায় ক্রেতারা বেশ স্বস্তিতে কেনাকাটা করছেন বলে জানিয়েছেন। দিনে না এসে সন্ধ্যার পর পরিবার নিয়ে এসেছেন অনেকে। বাসাবো থেকে গাউছিয়া এলাকায় কেনাকাটা করতে আসা এমন একজনের সঙ্গে কথা হয়।

চাঁদরাতে ফুটপাতের দোকান থেকে পাঞ্জাবি কিনছেন অনেকে। নিউমার্কেট এলাকা, ঢাকা, ১০ এপ্রিল
ছবি: ফয়জুল্লাহ

আজিজুল ইসলাম নামের ওই ক্রেতা প্রথম আলোকে বলেন, ‘এখানে (গাউছিয়া) সস্তায় কেনাকাটা করা যায়। বাচ্চাকাচ্চা নিয়ে এসেছি। বাচ্চার মায়ের জন্যও কিনব। ঈদের আগের দিন রাতের কেনাকাটার মধ্যে আলাদা আনন্দ আছে। ঢাকায় ঈদ করলে আমরা চাঁদরাতে কেনাকাটা করতে পছন্দ করি।’

গাউছিয়া, নিউমার্কেট ও গুলিস্তানের ফুটপাতে ৩০০ টাকা থেকে শুরু করে হাজার কিংবা দেড় হাজার টাকা দাম হাঁকা হচ্ছে একেকটা পাঞ্জাবির। পায়জামার দাম ২০০ থেকে ৩৫০ টাকা। মানভেদে টুপি বিক্রি হচ্ছে ১০০ টাকার মধ্যে। দুটো টুপি ১৫০ টাকায় অনেকে বিক্রি করছেন। নারীদের জুতার দাম মানভেদে ২০০ থেকে শুরু করে হাজার টাকার মধ্যে। ছেলেদের জুতা ৫০০ থেকে দেড় হাজার টাকা দাম চাওয়া হচ্ছে। স্নিকার্স জাতীয় জুতার দাম চাওয়া হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকা।

গুলিস্তানের নাদিয়া শুজের বিক্রেতা মো. সুমন বলেন, আমদানি করা জুতার দাম একটু বেশি। তবে দেশি জুতা ৫০০ থেকে হাজার টাকার বেশি না। মানুষ একটু কম দামের দেশি জুতাই বেশি কিনছেন বলে জানান তিনি।

চাঁদরাতে চাঁদনীচক মার্কেটের সামনে ফুটপাতে মানুষের জটলা। নিউমার্কেট, ঢাকা, ১০ এপ্রিল
ছবি: ফয়জুল্লাহ

চাঁদরাতের কেনাকাটার বিষয়ে ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এবার শপিং মলে মানুষ কম এসেছে। ফুটপাতে ভালো বেচাকেনা হয়েছে। তবে রোজার শেষ দিকে কিছু ক্রেতা সবখানে ভাগাভাগি করে গেছে। বেচাকেনা আগের মতো না। তবে ব্যবসায়ীরা একেবারে অসন্তুষ্টও না। আর জেলা শহরগুলোয় এখন ভালো শপিং মল হয়ে যাওয়ার ফলে মানুষ ঢাকায় ঈদের আগে কেনাকাটা সেভাবে করেন না। তাতে চাঁদরাতের বেচাকেনায় আগের সেই জৌলুশ নেই বলে মনে করেন তিনি।