বিশ্ববাজারে এক মাস ধরে তেলের দাম ঊর্ধ্বমুখী

ছবি: রয়টার্স

আন্তর্জাতিক বাজারে এক মাস ধরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে। ফলে, ২০১৮ সালের পর পণ্যটির দাম বেড়ে এখন সর্বোচ্চ অবস্থায় রয়েছে। স্বল্প মেয়াদে তা আরও ১৫ শতাংশের মতো বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস এক প্রতিবেদনে বলেছে, বিশ্বজুড়ে কোভিড-১৯-এর কারণে সরবরাহের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা দেখা দিয়েছিল, তা দূর হওয়ার পাশাপাশি দেশে দেশে দ্রুত অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রক্রিয়া গতি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে। এ ছাড়া আগামী আগস্টে ইরানের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই দেশটি পারমাণবিক ইস্যুতে একটি চুক্তি সইয়ে ঐকমত্য হতে পারে—এমন সম্ভাবনাও তেলের পালে যেন হাওয়া লেগেছে বলে মনে করা হচ্ছে।

এদিকে বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের চাহিদা আগামী বছরের শেষ দিকে আবার করোনাভাইরাস প্রাদুর্ভাব আকারে ছড়িয়ে পড়ার আগের অবস্থায় ফিরে যাবে বলে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বা আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সম্প্রতি পূর্বাভাস দিয়েছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে আগাম কেনাবেচায় ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অয়েল প্রতি ব্যারেল ৭১ দশমিক ৬৪ ডলারে উঠেছে। জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা শূন্য দশমিক ৭০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭০ দশমিক ৯১ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। এই দরে কেনাবেচা হওয়া তেল আগামী মাসে ক্রেতাকে সরবরাহ করা হবে। গত ২০১৮ সালের অক্টোবর-পরবর্তী পৌনে তিন বছরে এটিই অপরিশোধিত জ্বালানি তেলের সর্বোচ্চ দাম।

অন্যদিকে ইউরোপের বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে ৭৩ ডলার হয়েছে, যা ২০১৮ সালের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সর্বোচ্চ দর এবং ওই সময়ের তুলনায় ৫৫ শতাংশ বেশি।

গোল্ডম্যান স্যাকসের গ্লোবাল হেড অব কমোডিটিজ রিসার্চ জেফরি কুরি বলেন, ‘আশা করি, স্বল্প মেয়াদে আমরা প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল ৮০ ডলারের বেশি দামে বিক্রি হতে দেখব। চলতি বছরের তৃতীয় প্রান্তিকেই তা ঘটতে পারে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের দৈনিক চাহিদা বেড়ে ইতিমধ্যে ৯ কোটি ৭০ লাখ ব্যারেলে উন্নীত হয়েছে। কয়েক সপ্তাহ আগেও দৈনিক চাহিদার পরিমাণ ছিল সাড়ে ৯ কোটি ব্যারেল।’

জেফরি কুরি আরও বলেন, আন্তর্জাতিক বাজার জ্বালানি তেলের দৈনিক চাহিদা আরও বৃদ্ধি পাবে এবং তা আগামী আগস্টে ৯ কোটি ৯০ লাখ ব্যারেলে উন্নীত হতে পারে।

প্যারিসভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) তাদের নতুন পূর্বাভাসে বলেছে, বৈশ্বিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ২০২২ সালের শেষ দিকে বেড়ে আবার কোভিড-১৯ শুরু হওয়ার আগের অবস্থায় ফেরার সম্ভাবনা আছে। সংস্থাটির মতে, ২০২১ সালে বিশ্ববাজারে তেলের চাহিদা মোটামুটি বাড়বে। তবে আগামী বছরেই চাহিদা বেশি বাড়বে। তখন জ্বালানি তেলের দৈনিক চাহিদা বেড়ে ১০ কোটি ৬ লাখ ব্যারেলে উন্নীত হবে।

আইইএর বাজার বিশ্লেষক লুইস ডিকসন তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের সদস্য ও তাদের মিত্রদের তেল উত্তোলনের পরিমাণ বাড়ানোয় জোর দিতে বলেছেন।

সংস্থাটি আরও বলেছে, আগামী মাস, মানে জুলাই থেকে বিশ্বে জ্বালানি তেলের দৈনিক চাহিদা ১৪ লাখ ব্যারেল বাড়বে। এই প্রবণতা চলবে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত। সূত্র: মার্কেট ওয়াচ