২০২৫ সালে ভারতে নতুন কর্মী নিয়োগ বাড়বে ৯ শতাংশ
ভারতে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে নতুন কর্মী নিয়োগ ৯ শতাংশ বাড়তে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে চাকরি–বাকরিবিষয়ক প্ল্যাটফর্ম ফাউন্ডইট। প্রতিবেদনে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি, খুচরা, টেলিযোগাযোগ, ব্যাঙ্কিং, আর্থিক পরিষেবা ও বিমা খাতে সবচেয়ে বেশি নিয়োগ হবে।
২০২৪ সালে ভারতে নতুন কর্মসংস্থানের প্রবৃদ্ধি হবে ১০ শতাংশ। সেই সঙ্গে গত অক্টোবর মাসের পর নভেম্বর মাসে নিয়োগ ৩ শতাংশ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ভবিষ্যতে নিয়োগের এই গতি বজায় থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে ফাউন্ডইট। খবর ইকোনমিক টাইমস
নিত্যনতুন প্রযুক্তি ও ব্যবসার বদলে যাওয়া চাহিদা আগামী বছর ভারতের কাজের বাজার এক নতুন রূপ দেবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এজ কম্পিউটিং, কোয়ান্টাম অ্যাপ্লিকেশনস, সাইবারনিরাপত্তায় অগ্রগতি, উৎপাদন, স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রযুক্তি খাত ভারতের শিল্পক্ষেত্রের খোলনলচে বদলে দেবে বলেও ফাউন্ডইট জানিয়েছে।
২০২৩ সালের জানুয়ারি থেকে শুরু করে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ফাউন্ডইট এই প্রতিবেদন তৈরি করেছে।
রিটেইল মিডিয়া নেটওয়ার্ক ও এআই-চালিত ওয়ার্ক ফোর্স অ্যানালিটিক্স ই-কমার্স, এইচআর ও ডিজিটাল পরিষেবা খাত নতুন কর্মীদের দক্ষতার নতুন ক্ষেত্র তৈরি করে দেবে। এই বাস্তবতায় ডিজিটাল মার্কেটিং, বিজ্ঞাপন ব্যবস্থাপনা ও এইচআর অ্যানালিটিক্সের কাজ জানে—এমন পেশাদারদের চাহিদা বাড়বে।
এ প্রসঙ্গে ফাউন্ডইটের ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) অনুপমা ভীমরাজকা ইকোনমিক টাইমসকে বলেন, ২০২৫ সালে ভারতের কাজের বাজারের দিগন্ত প্রসারিত হবে। কাজের বাজারে নিয়োগ ৯ শতাংশ বাড়বে বলেই তাঁদের অনুমান। কোম্পানিগুলো যে শুধু অভিজ্ঞ পেশাদারের খোঁজ করবে, এমনটা নয়; তার বাইরেও বিভিন্ন পেশাদারের খোঁজ করবে তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরেও ভারতের কাজের বাজারে বড় ধরনের সম্প্রসারণ হচ্ছে। ২০২৩ সালের তুলনায় শিল্পক্ষেত্রসহ বিভিন্ন খাতে বড় ধরনের সম্প্রসারণ হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। উৎপাদন (৩০ শতাংশ), ভোক্তা ইলেকট্রনিকস (২৯ শতাংশ), আবাসন (২১ শতাংশ) খাত বিশেষ ভূমিকা নিয়েছে। কলকারখানার ক্রমবর্ধমান উৎপাদন, ডিজিটাল পরিবর্তন ও নগরায়ণের মতো খাতেও কর্মসংস্থান বাড়ছে বলে ফাইন্ডইটের প্রতিবেদনে বলা হয়েছে।
২০২৫ সালে ভারতের তথ্য প্রযুক্তি খাতে নতুন কর্মসংস্থান ১২ শতাংশ বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুরোনো ধাঁচের চাকরির পাশাপাশি নতুন ধাঁচের প্রযুক্তিবিষয়ক কর্মসংস্থানও বাড়বে। অনলাইনে কেনাকাটা কমে যাওয়া এবং ছোট ছোট শহরে মানুষের ভোগব্যয় বৃদ্ধির বদৌলতে এই প্রবৃদ্ধি হবে।
আগামী বছর আঞ্চলিক পর্যায়ে যেসব শহরের সবচেয়ে বেশি কর্মসংস্থান হবে, তার মধ্যে আছে বেঙ্গালুরু (১০ শতাংশ), কোয়েমবাতুর (৯ শতাংশ); এরপর থাকবে হায়দরাবাদ (৮ শতাংশ) ও চেন্নাই (৬ শতাংশ)।