সুপারবোল: ব্যক্তিগত জেট বিমানে ভ্রমণের রেকর্ড

পপ গায়িকা টেলর সুইফটছবি: রয়টাস৴

জাপানের রাজধানী টোকিওতে এক কনসার্টে অংশ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে গতকাল রোববারের সুপারবোলে (যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল তথা রাগবি ফাইনাল) উপস্থিত থাকতে ব্যক্তিগত জেট বিমানে উড়াল দিয়েছেন সেই দেশের বিখ্যাত পপ গায়িকা টেলর সুইফট। তাঁর সুপারবোল দেখতে আসার চেয়েও চমকপ্রদ খবর হলো, তিনি ব্যক্তিগত জেট বিমানে করে টোকিও থেকে লাস ভেগাসে আসছেন। শুধু কি তা–ই? টেলর সুইফটের মতো বিশ্বের আরও অনেক নামীদামি তারকা ব্যক্তিগত জেট বিমানে চড়ে সুপারবোল দেখতে লাস ভেগাসে ছুটছেন, এটাই এখন বড় খবর।

লাস ভেগাসের নিকটবর্তী ক্লার্ক কাউন্টির চারটি বিমানবন্দরে সুপারবোল উপলক্ষে ইতিমধ্যে এক হাজারের অধিক ব্যক্তিগত বিমান অবতরণ করেছে। সম্ভবত ব্যক্তিগত বিমানে ভ্রমণের ক্ষেত্রে এটি নতুন রেকর্ড। খবর সিএনএনের

যুক্তরাষ্ট্রের এই সুপারবোলের সময় সবচেয়ে বেশি ব্যক্তিগত জেট বিমান ব্যবহৃত হয়। ব্যক্তিগত বিমানের গতিবিধি পর্যবেক্ষণকারী সংস্থা উইং এক্স এ তথ্য জানিয়েছে। বিষয়টি হলো, যাঁরা হাজার হাজার ডলার খরচ করে এই খেলার টিকিট কিনছেন এবং বিলাসবহুল হোটেলকক্ষে থাকছেন, তাঁরা গতকালের গড়পড়তা দর্শকদের মতো নন, ব্যক্তিগত বিমান ওড়ানোর সক্ষমতা তাঁদের আছে।

এমনিতেই যুক্তরাষ্ট্রের আকাশে যত ব্যক্তিগত বিমান ওড়ে, এর সিংহভাগেরই গন্তব্য হচ্ছে এই লাস ভেগাস। ফলে এই শহরে সুপারবোলের খেলায় বিপুলসংখ্যক ব্যক্তিগত বিমান অবতরণ করবে, সেটাই স্বাভাবিক।

গত বছর সুপারবোলের খেলা উপলক্ষে আশপাশের চারটি বিমানবন্দরে ৯২০টি ব্যক্তিগত বিমান অবতরণ করেছিল। এর আগে ২০২০ সালে, অর্থাৎ করোনা মহামারি শুরু হওয়ার ঠিক আগে আগে ৯৮৪টি ব্যক্তিগত বিমান অবতরণ করেছিল, এখন পর্যন্ত সেটাই রেকর্ড।

কিন্তু যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসনের তথ্যানুসারে, এই চারটি বিমানবন্দরে বড়জোর ৫০০টি ব্যক্তিগত বিমান রাখার জায়গা আছে। ফলে বিমান ওঠানামার সূচি নির্ধারণ করতে হিমশিম খেয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গতকালের এই খেলায় উপস্থিত থাকতে বৃহস্পতিবারই নামীদামি মানুষেরা লাস ভেগাসে আসতে শুরু করেন। সেদিন লাস ভেগাসের আশপাশের চারটি বিমানবন্দরে ২৬৩টি ব্যক্তিগত বিমান অবতরণ করেছে। ফ্লাইটঅ্যাওয়ার নামে বিমানের গতিবিধি পর্যবেক্ষণকারী আরেকটি সংস্থা এ তথ্য দিয়েছে।

জানা গেছে, সুপারবোল উপলক্ষে যত বিমান লাস ভেগাসে অবতরণ করার কথা ছিল, তার ৩০৯ শতাংশই সেদিন চলে এসেছিল, বাণিজ্যিক বিমানসহ।

বাস্তবতা হলো, বিমানের এই ভিড়ের কারণে শুধু যে পার্কিংয়ের জন্য অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তা-ই নয়, সেই সঙ্গে বিমানের অবতরণ সূচি নিয়েও জটিলতা সৃষ্টি হয়। ফলে যুক্তরাষ্ট্রের পপসম্রাজ্ঞীর ব্যক্তিগত বিমানসূচির অভাবে অবতরণ করতে না পেরে আকাশে চক্কর খেতে হয়েছে, এটি কল্পনা করাও ভক্তদের পক্ষে দুঃসাধ্য বিষয়।...পুরো বিষয়টি দেখভাল করেছে ন্যাশনাল ফুটবল লিগ ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

সিএনএনকে পাঠানো এক ই-মেইলে ফেডারেল এভিয়েশন জানিয়েছে, নির্বিঘ্নে বিমান ওঠানামা নিশ্চিত করতে ফেডারেল এভিয়েশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ন্যাশনাল ফুটবল লিগ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।

বিশ্বের বিভিন্ন বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, সেলিব্রিটি ও শতকোটিপতিরা আরামদায়ক ভ্রমণের জন্য সাধারণত ব্যক্তিগত বিমান ব্যবহার করেন। ২০২২ সাল থেকে ২১ মাসে ২০০ সেলিব্রিটির ব্যক্তিগত বিমান ১১ বছরের সমান সময় আকাশে উড়েছে বলে দ্য গার্ডিয়ান–এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দ্য গার্ডিয়ান–এর জরিপে দেখা যায়, কোভিড-১৯ মহামারির সময় হঠাৎ ব্যক্তিগত বিমানের ব্যবহার বেড়ে যায়। ২০০৭ সালের পর ২০২২ সালে ইউরোপে ব্যক্তিগত বিমানের চলাচল ছিল সর্বোচ্চ। এ জরিপে টেলর সুইফটের ব্যক্তিগত বিমান ব্যবহারের বিষয়টি উঠে এসেছে। তিনি ব্যক্তিগত বিমানের অতিরিক্ত ব্যবহারের জন্য সমালোচিত হয়েছেন। এরপর তাঁর মতো অনেক তারকা ব্যক্তিগত বিমানের ব্যবহার নাটকীয়ভাবে কমিয়ে দেন। ২০২২ সালে টেলর সুইফট ব্যক্তিগত বিমানভ্রমণ নিয়ে সমালোচিত হওয়ার পর প্রতি মাসে ব্যক্তিগত বিমানের ব্যবহার গড়ে দুবারে নেমে এসেছে।

এদিকে সম্প্রতি নিজের একটি ব্যক্তিগত বিমান বিক্রি করে দিয়েছেন টেলর সুইফট। নিরাপত্তাজনিত উদ্বেগে তিনি সেই বিমান বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন। বিষয়টি হলো, আকাশপথে সুইফটের যাতায়াত ট্র্যাক করছিল ফ্লোরিডার এক ছাত্র। সুইফট কখন কোথায় যাচ্ছেন, আকাশপথে ঠিক কখন কোথায় অবস্থান করছেন—এসব তথ্য জানতে পারতেন ওই ছাত্র। ওয়াশিংটন পোস্ট–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সুইফট তাঁর বিমানটি মিজৌরির গাড়ি বিমা কোম্পানি কারশিল্ডের কাছে গত ৩০ জানুয়ারি বিক্রি করে দিয়েছেন। তবে তিনি বিমানটি কত দামে বিক্রি করেছেন, তা জানা যায়নি। ২০১১ সালে প্রায় ৪ কোটি ডলার খরচ করে ‘ডসাল্ট ফ্যালকন ৯০০ এলএক্স’ মডেলের বিমানটি কিনেছিলেন টেলর সুইফট।