কলকাতায় বাণিজ্য সম্মেলনে মুকেশ আম্বানিসহ ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতিরা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন ভারত ও বিশ্বের শীর্ষস্থানীয় বিলিয়নিয়ার বা শতকোটিপতি ব্যবসায়ী মুকেশ আম্বানি। তিনি আজ বুধবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শুরু হওয়া দুই দিনব্যাপী অষ্টম ‘বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে’ এমন আগ্রহ দেখান।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মুকেশ আম্বানি ছাড়াও ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ীরা বক্তব্য দেন। তাঁদের মধ্যে রয়েছেন আইটিসি শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান সঞ্জীব পুরী, শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দাল, শিল্পপতি হর্ষবর্ধন আগরওয়াল প্রমুখ। এ ছাড়া ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন উপস্থিত ছিলেন। ভুটানের প্রধানমন্ত্রীর আসার কথা থাকলেও তিনি আসেননি। এসেছেন সে দেশের এক মন্ত্রী।
কলকাতার উপশহর রাজারহাটের নিউটাউনে অবস্থিত বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে আজ বিকেলে ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ শীর্ষক এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হয়। সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে। বাংলাদেশ এর আগেরবারের (২০২৩) সম্মেলনে যোগ দিলেও এবার দেয়নি।
যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের ২০২৪ সালের বিলিয়নিয়ার বা শতকোটিপতি তালিকায় ৯ নম্বরে থাকা ভারতীয় শিল্পপতি ও রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, পশ্চিমবঙ্গ এখন বিনিয়োগের জন্য একটি আদর্শ জায়গা। এখানে শিল্প গড়ার একটি আদর্শ পরিবেশ তৈরি হয়েছে। সে জন্য রিলায়েন্স গ্রুপ পশ্চিমবঙ্গকে শিল্পে সমৃদ্ধ করার প্রত্যয় নিয়ে কাজ করবে। এখানকার বিভিন্ন শিল্পে প্রয়োজনীয় অর্থ বিনিযোগ করা হবে।
মুকেশ আম্বানি জানান, তাঁর টেলিযোগাযোগ সংস্থা জিওর নেটওয়ার্ক এখন বাংলার সর্বত্র ছড়িয়ে গেছে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নেটওয়ার্ক গড়ে তুলছে।
এর আগে সর্বশেষ ২০২৩ সালের ২১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মুকেশ আম্বানি পরবর্তী তিন বছরে পশ্চিমবঙ্গে ২০ হাজার কোটি রুপি বিনিয়োগের ঘোষণা দিয়েছিলেন। এবার আম্বানি জানান, পশ্চিমবঙ্গের টেলিযোগাযোগব্যবস্থাকে সর্বাধুনিক প্রযুক্তির আওতায় নিয়ে আসবে তাঁর রিলায়েন্স গ্রুপ।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, বিনিয়োগের জন্য এখন বাংলা (পশ্চিমবঙ্গ) সবচেয়ে স্মার্ট ও নিরাপদ জায়গা। বাংলাজুড়ে শিল্প গড়ার অনুকূল পরিবেশ বিরাজ করছে। গত সাত বছরে এই রাজ্যে ১৯ লাখ ৫০ হাজার কোটি রুপির বিনিয়োগ প্রস্তাব এসেছে। বিদেশি বিনিয়োগকারীদের ঘর হয়ে উঠেছে বাংলা। তাই তো এবার ৪০টি দেশের ২৫ জন রাষ্ট্রদূত ও ২০০ প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছেন।
দেশ–বিদেশের শিল্পপতিদের অভিনন্দন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের লক্ষ্য বাংলাকে শিল্পে সমৃদ্ধ করা।’ নিজের সরকারের নানা উন্নয়ন প্রকল্প তুলে ধরে তিনি বলেন, বাংলা মানে ব্যবসা। বাংলা এগিয়ে চলছে।
মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্মেলন থেকে রাজারহাটের নিউটাউনের আইটিসি ইনফোটেকের তৈরি একটি এআই হাবের উদ্বোধন করেন। তিনি বলেন, এটিই পশ্চিমবঙ্গের প্রথম এআই হাব। এখানে এআই সেন্টারও তৈরি হয়েছে। এই রাজ্যে আইটিসি আরও নতুন হোটেল নির্মাণ করবে। বাংলায় এখন আইটিসির ছয়টি নামী হোটেল থাকলেও আগামী এক বছরের মধ্যে তা বেড়ে ১২টিতে উন্নীত হবে।
ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী বলেন, এখন বাংলার লক্ষ্য—শিল্পায়ন ও পরবর্তী প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। না হলে পরবর্তী প্রজন্মকে রক্ষা করা যাবে না।