যুক্তরাষ্ট্রভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টিকারী বেসরকারি কোম্পানি। ৬০ বছর আগে প্রতিষ্ঠিত হওয়া এই কোম্পানিতে কাজ করেন ২৩ লাখ কর্মী। বিদায়ী অর্থবছরে কোম্পানিটির পরিচালন আয় ছিল ২ হাজার ৫৯০ কোটি ডলার। গত জুলাই পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ওয়ালমার্টের বিক্রয়কেন্দ্রের সংখ্যা ছিল সাড়ে ১০ হাজার।
এদিকে যুক্তরাষ্ট্রেরই আরেক প্রতিষ্ঠান অ্যামাজন দ্বিতীয় শীর্ষ নিয়োগদাতা কোম্পানি। জেফ বেজোসের মালিকানাধীন বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনে বর্তমানে কাজ করেন ১৬ লাখ ১০ হাজার কর্মী। গত বছরে কোম্পানিটির পরিচালন আয় ছিল ২ হাজার ৪৮৭ কোটি ডলার।
স্ট্যাটিস্টার এক প্রতিবেদনে বিশ্বের শীর্ষস্থানীয় নিয়োগদাতা প্রতিষ্ঠানের এ তথ্য তুলে ধরা হয়। তাতে দেখা যায়, বেসরকারি নয়, সরকারি সংস্থায় এককভাবে বেশি কর্মী কাজ করেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি ২৯ লাখ ২০ হাজার কর্মী কাজ করেন। এরপরের অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ইউএস ডিপার্টমেন্ট অব ডিফেন্স, সংস্থাটিতে কাজ করেন ২৯ লাখ ১০ হাজার কর্মী। উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা বিভাগের কর্মিসংখ্যার মধ্যে বেসামরিক কর্মকর্তা-কর্মচারীরাও অন্তর্ভুক্ত।
অন্যদিকে চীনের পিপলস লিবারেশন আর্মিতে কাজ করেন ২৫ লাখ ৫০ হাজার কর্মী। এই হিসাবের বাইরে আছেন বেসামরিক কর্মকর্তা-কর্মচারী। এ ছাড়া চীনের ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশনে কর্মরত আছেন ১৪ লাখ ৫০ হাজার কর্মী। আর যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে কাজ করেন ১৩ লাখ ৮০ হাজার মানুষ।
তাইওয়ানভিত্তিক ইলেকট্রনিক পণ্য উৎপাদনের বৈশ্বিক ব্র্যান্ড ফক্সকনে কর্মরত আছেন ১২ লাখ ৯০ হাজার কর্মী। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি ইলেকট্রনিক পণ্য, ইলেকট্রনিক যন্ত্রাংশ, কম্পিউটার চিপস ইত্যাদি তৈরি করে। গত বছরে প্রতিষ্ঠানটির আয় ছিল ১৯ হাজার ৩০ কোটি তাইওয়ান ডলার।