পাকিস্তানের কাছে ক্ষেপণাস্ত্রের উপকরণ বিক্রি, মার্কিন নিষেধাজ্ঞায় তিন চীনা কোম্পানি
ক্ষেপণাস্ত্রে ব্যবহার করা যায়, এমন কিছু উপকরণ পাকিস্তানের কাছে বিক্রি করার অভিযোগে চীনের তিনটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এসব উপকরণ পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যবহার হতে পারে বলে ধারণা মার্কিনদের।
বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বিশ্বব্যাপী অস্ত্র বিস্তার রোধের অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
গত শুক্রবার এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর বলেছে, নির্বাহী আদেশ ১৩৩৮২ অনুসারে তিনটি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে, যারা গণবিধ্বংসী অস্ত্র ও তার সরবরাহের সঙ্গে সম্পৃক্ত। গণপ্রজাতন্ত্রী চীনভিত্তিক (পিআরসি) এই তিন প্রতিষ্ঠান পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ক্ষেপণাস্ত্র-সম্পর্কিত উপকরণ সরবরাহ করার জন্য কাজ করেছে।
নিষেধাজ্ঞার আওতায় পড়া প্রতিষ্ঠান তিনটি হচ্ছে—জেনারেল টেকনোলজি, বেইজিং লুও লুও টেকনোলজি ডেভেলপমেন্ট কোম্পানি ও চাংঝো ইউটেক কম্পোজিট কোম্পানি।
গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার বা তার সরবরাহের ক্ষেত্রে অবদান রাখে, এমন কার্যকলাপ বা লেনদেনে জড়িত বা জড়িত থাকার চেষ্টা করার অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের ক্ষেত্রেও এ জাতীয় সামরিক উপকরণ তৈরি, অর্জন, অধিকার, বিকাশ, পরিবহন, স্থানান্তর বা ব্যবহার করার যেকোনো প্রচেষ্টায় সহযোগিতা করার দিকগুলো বিবেচনায় নিয়ে তিন চীনা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাষ্ট্র।
পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র চীন এবং সে সুবাদে পাকিস্তানের সামরিক ব্যবস্থা আধুনিকীকরণ কর্মসূচিতে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের প্রধান সরবরাহকারীও হচ্ছে চীন।
চীনের কোম্পানিগুলোর মধ্যে জেনারেল টেকনোলজি লিমিটেড পাকিস্তানের কাছে ব্রেজিং উপকরণ সরবরাহ করেছে। ব্রেজিং উপকরণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনের উপাদানগুলো যুক্ত করতে ও দহন চেম্বার তৈরির কাজে ব্যবহার হয়। আর বেইজিং লুও লুও টেকনোলজি ম্যান্ড্রেল ও অন্যান্য যন্ত্রপাতি সরবরাহের জন্য কাজ করেছে। এসব উপকরণ কঠিন প্রপেলান্ট রকেট মোটর তৈরিতে কাজে লাগে।