মার্কিন সুদহার কমছে না, কমেছে জ্বালানি তেলের দাম

জ্বালানি তেল উত্তলনছবি: রয়টার্স

শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের দুই কর্মকর্তার মন্তব্যের জেরে গতকাল তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় এক ডলার কমেছে। ধারণা করা হচ্ছে, তাঁদের এই মন্তব্যে যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানি তেলের চাহিদা কমবে।

বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, ফেডারেল রিজার্ভ ডালাসের প্রেসিডেন্ট লোরি লোগান শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতির এখন যে অবস্থা তাতে বিদ্যমান নীতি সুদহার দিয়ে মূল্যস্ফীতি দুই শতাংশের লক্ষ্যমাত্রায় নামিয়ে আনা সম্ভব কি না, তা ঠিক পরিষ্কার নয়।

ফেডারেল রিজার্ভের আরেক কর্মকর্তার মন্তব্যের জেরেও তেলের দাম কমেছে বলে ধারণা করা হচ্ছে। ফেডারেল রিজার্ভ আটলান্টার প্রেসিডেন্ট রাফায়েল বস্টিক রয়টার্সকে বলেছেন, তিনি মনে করেন, এখন যে নীতি সুদহার আছে, মূল্যস্ফীতি কমানোর জন্য তা যথেষ্ট। তিনি বলেন, ফেড হয়তো নীতি সুদহার কমাতে পারবে; কিন্তু চলতি বছরের শেষভাগের আগে তা সম্ভব নয়। এ ছাড়া নীতি সুদহার কমানো হলেও তা ২৫ ভিত্তি পয়েন্টের বেশি কমানো যাবে না।

ফেডারেল রিজার্ভের এই দুই কর্মকর্তার মন্তব্যের জেরে গতকাল শুক্রবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৯ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ কমে ৮২ দশমিক ৭৯ ডলারে নেমে এসেছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ কমে ৭৮ দশমিক ২৬ ডলারে নেমে আসে।

রয়টার্সের হিসাব, গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম কমেছে শূন্য দশমিক ২ শতাংশ, যদিও ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ।

এদিকে ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের উল্লিখিত মন্তব্যের জেরে মার্কিন ডলারের বিনিময় মূল্য বেড়েছে। ফলে যেসব দেশ ডলারে পণ্য আমদানি করে তাদের ব্যয় বাড়ছে; নীতি সুদহার আরও কিছুকাল এই পর্যায়ে থাকলে চাহিদায় প্রভাব পড়বে বলেও ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বাজারে চাহিদা কমে যাওয়ার কারণে তেলের দাম কমলেও আরেকটি কারণে তা খুব একটা বেশি কমেনি বলে রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে। সেটা হলো, মার্চের তুলনায় এপ্রিল মাসে চীনের তেল আমদানি করা বেড়ে যাওয়া; তা না হলে দাম আরও কমত বলে ধারণা করা হচ্ছে। এপ্রিল মাসে চীনের আমদানি ও রপ্তানির গতি বেড়েছে, অর্থাৎ তাদের তেলের চাহিদা বেড়েছে।

আগামী জুন মাস থেকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার কমাতে শুরু করবে বলে বাজারে ধারণা জোরদার হয়েছে। তখন ফেড কী করে, সবাই এখন তা দেখার অপেক্ষায়।

বাজারের এই প্রবণতায় ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়ার আশঙ্কা করছে রয়টার্স। ইউক্রেনের এক ড্রোন হামলায় রাশিয়ার কুলুগা অঞ্চলের এক তেল পরিশোধনাগারে আগুন লেগে গেছে। ইউক্রেনের এক তেল পরিশোধনাগারে রাশিয়ার হামলার জেরে এই পাল্টা হামলা চালানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের অবস্থাও ভালো নয়। ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণে রাফাহ অঞ্চলে গত বৃহস্পতিবার হামলা চালিয়েছে। গাজায় সহিংসতা বন্ধে যুদ্ধবিরতি নিয়ে যে আলোচনা শুরু চলছে, তার যে বিশেষ অগ্রগতি হচ্ছে না, এটা তারই প্রমাণ।