নতুন সুবিধা নিয়ে চ্যাটজিপিটির হালনাগাদ এসেছে, আসবে সার্চ ইঞ্জিনও

চ্যাটজিপিটিরয়টার্স

প্রযুক্তির লড়াইয়ে প্রতিযোগীদের চেয়ে এগিয়ে থাকতে চ্যাটজিপিটির হালনাগাদ সংস্করণ বাজারে এনেছে ওপেনএআই। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক এই প্রযুক্তি কোম্পানি জিপিটি-৪ মডেলের নতুন নতুন বৈশিষ্ট্যের কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটজিপিটি উন্মোচন করেছে।

ফাইন্যান্সিয়াল টাইমসের সংবাদে বলা হয়েছে, জিপিটি-৪ মডেলের এই হালনাগাদ সংস্করণের নাম দেওয়া হয়েছে ‘জিপিটি-৪ও’। এই মডেল যেসব কাজ করতে পারে, সেগুলো হলো একই ইন্টারফেসে কণ্ঠ, ভিডিও, টেক্সট ও কোড ব্যাখ্যা করা। তবে এটি নতুন মডেল নয়, বিদ্যমান মডেলের হালনাগাদ।

জিপিটি-৪ও আগের সংস্করণ জিপিটি-৪-এর মতোই বুদ্ধিমত্তাসম্পন্ন, যদিও এটি আগের সংস্করণের চেয়ে অনেক দ্রুত কাজ করতে পারে। এর নতুনত্ব হলো, এই সংস্করণ বিভিন্ন টেক্সট ফরম্যাট, ভিশন ও অডিও মাধ্যমে কাজ করতে পারে; এমনকি সরাসরি কণ্ঠ অনুবাদও করতে পারে এই সংস্করণ। গতকাল এই নতুন সংস্করণের প্রদর্শনী অনুষ্ঠানে ওপেনএআইয়ের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মীরা মুরতি সাংবাদিকদের এসব কথা বলেন। নতুন এই সংস্করণ প্রকাশের পর ভাষা শিখন মডেল ডুওলিঙ্গোর শেয়ারের দাম ৫ শতাংশ কমে যায়।

এদিকে এমন এক সময় ওপেনএআই এই ঘোষণা দিল, যার ঠিক এক দিন পর অর্থাৎ আজ মঙ্গলবার গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, আজ গুগলের এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক কোনো ঘোষণা আসবে; অর্থাৎ ওপেনএআইয়ের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার মতো কোনো ঘোষণা।

তবে মীরা মুরতি ও তাঁর দল গতকাল বলেছে, গুগল কী করছে, সে বিষয়ে তাদের বিন্দুমাত্র ধারণা নেই এবং ওপেনএআই যে এমন সময়ে জিপিটির হালনাগাদ সংস্করণের ঘোষণা দিল, তা একেবারেই কাকতালীয়। মীরা মুরতি আরও বলেছেন, গতকাল ওপেনএআই যা বাজারে ছাড়ল, তার বদৌলতে মানুষ ও যন্ত্রের সম্পর্কের সমীকরণ বদলে যেতে পারে

মীরা মুরতি বলেন, নতুন এই সংস্করণ বিনামূল্যেই পাওয়া যাবে। প্রযুক্তির সুবিধা সবার দ্বারে পৌঁছে দিতে এটাই সবচেয়ে সহজ পথ। বিষয়টি মোটেও তুচ্ছ নয়।

২০২২ সালের নভেম্বর মাসে চ্যাটজিপিটি বাজারে এনে তাক লাগিয়ে দেয় ওপেনএআই। প্রযুক্তির জগতে রীতিমতো বিপ্লব ঘটিয়ে দেয় এই কোম্পানি। অনেকের মনে আশঙ্কা, এই প্রযুক্তি মানুষের কাজ কেড়ে নেবে। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে ওয়ারেন বাফেট সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবকে পারমাণবিক বোমার সঙ্গে তুলনা করেছেন। বিপুল জনপ্রিয়তার কল্যাণে ওপেনএআইয়ের বাজারমূল্য ৮০ বিলিয়ন বা ৮ হাজার কোটি ডলারে উঠেছে।

এদিকে গুগল সার্চ ইঞ্জিনের আধিপত্য কমাতে চ্যাটজিপিটি সার্চ ইঞ্জিন আনছে ওপেনএআই। ব্যক্তিগত কাজ, চাকরি থেকে পড়াশোনা—প্রায় সবখানেই চ্যাটজিপিটির সদর্প উপস্থিতি। কিন্তু এত দিন তাদের সার্চ ইঞ্জিন ছিল না। এই মডেল ২০২১ সালের নভেম্বর মাস পর্যন্ত তথ্য ধারণ করত এবং তার ভিত্তিতেই ব্যবহারকারীদের সেবা দিত। এবার তারা সার্চ ইঞ্জিন অর্থাৎ তাৎক্ষণিকভাবে হালনাগাদ তথ্য বিশ্লেষণের সুবিধা নিয়ে এলে গুগলের কী পরিস্থিতি হবে, তা দেখার অপেক্ষায় সবাই।

জানা গেছে, চ্যাটজিপিটির সম্ভাব্য নতুন ডোমেইনের নাম সার্চ ডট চ্যাটজিপিটি ডটকমের চূড়ান্ত নিবন্ধন হয়েছে; এর চালকের ভূমিকায় থাকবে চ্যাটজিপিটি। গুগলের মতো ওয়েব সার্চ ও চ্যাটজিপিটির মতো এআই সুবিধা থাকবে এখানে। কিছু সার্চ করলে ফলাফলের পাশাপাশি এআই দিয়ে তৈরি কনটেন্ট ও সম্পর্কিত লিঙ্কও প্রদর্শন করবে চ্যাটজিপিটি। ইন্টারনেটে প্রাপ্ত লাখ লাখ তথ্যের ভিত্তিতে প্রশিক্ষিত হয়ে এই অনুসন্ধানের ফলাফল দেবে চ্যাটজিপিটি, ঠিক যেমনটা চ্যাটবটে পাওয়া যায়।