বিশ্বে এ বছর সবচেয়ে বেশি সম্পদ বেড়েছে ভারতের আদানির

আদানি গ্রুপের মালিক গৌতম আদানি
ছবি ফেসবুক থেকে নেওয়া

চলতি বছর বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থার মধ্যে পাঁচ বিলিয়নিয়ার বা শতকোটিপতির সম্পদ বেড়েছে। খারাপ সময়েও সম্পদ বৃদ্ধির শীর্ষে থাকা পৃথিবীর শীর্ষ পাঁচ ধনীর সবাই এশিয়া অঞ্চলের। এর মধ্যে সম্পদ বৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে রয়েছেন ভারতের গৌতম আদানি। এর পরের অবস্থানে রয়েছেন ইন্দোনেশিয়ার লো টাক ওয়াং, চীনের কলিং জাং হুয়াং ও উ ইয়লিং এবং ভারতের রভি জয়পুরিয়া। মার্কিন সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ফোর্বস বলছে, উল্লেখিত পাঁচজন বাদে এ বছর বিশ্বের শীর্ষ ধনীরা সম্মিলিতভাবে দুই লাখ কোটি ডলারের সম্পদ খুইয়েছেন। তার বিপরীতে উল্লেখিত পাঁচ ধনীর সম্পদ সম্মিলিতভাবে বেড়েছে প্রায় ৯ হাজার ৩০০ কোটি ডলার।

ফোর্বসের তথ্য অনুযায়ী, চলতি বছরে ভারতের শীর্ষ ধনী গৌতম আদানির সম্পদ ৫ হাজার ৫১০ কোটি ডলার বেড়েছে। তাতে ২০২২ সালে তাঁর সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৯০ কোটি ডলারে। ফোর্বসের রিয়েল টাইম (হালনাগাদ বিবেচনায়) শীর্ষ ধনীর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের শীর্ষস্থানীয় এ ধনী। সম্প্রতি ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভির বেশির ভাগ শেয়ার কিনে নিয়ে আলোচনায় রয়েছেন গৌতম আদানি।

ফোর্বসের তথ্য অনুযায়ী, চলতি বছর বিশ্বজুড়ে সম্পদ বৃদ্ধির দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা বিলিয়নিয়ারের চেয়ে তিন গুণ বেশি সম্পদ বেড়েছে আদানির। মূলত শেয়ারের মূল্যবৃদ্ধির কারণে আদানির সম্পদমূল্য বেড়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত আদানি গ্রুপের প্রতিষ্ঠান আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম ৫৭ শতাংশ বেড়েছে।

সম্পদ বৃদ্ধিতে শীর্ষ ধনীদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইন্দোনেশিয়ার লো টাক ওয়াং। চলতি বছর তাঁর সম্পদ বেড়েছে ১ হাজার ৬০০ কোটি ডলারের। তাতে এ ধনীর সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬০ কোটি ডলারে। ইন্দোনেশিয়ায় কয়লার রাজা হিসেবে পরিচিত লো টাক ওয়াং। চলতি বছর শেয়ারবাজারে তালিকাভুক্ত তাঁর প্রতিষ্ঠান বায়ান রিসোর্সের শেয়ারের দাম তিন গুণ বেড়েছে। গত ফেব্রুয়ারিতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্বে কয়লার চাহিদা বেড়ে যাওয়ায় লো টাক ওয়াংয়ের সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণ। অথচ গত বছর ইন্দোনেশিয়ার শীর্ষ ধনীর তালিকায় ১৮তম অবস্থানে ছিলেন লো টাক ওয়াং।

চলতি বছর সম্পদ বৃদ্ধিতে শীর্ষ ধনীদের মধ্যে তৃতীয় অবস্থানে ছিলেন চীনের কলিং জাং হুয়াং। এ বছর তাঁর সম্পদমূল্য ১ হাজার ১১০ কোটি ডলার বেড়েছে। তাতে এ ধনীর সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৬০ কোটি ডলারে। বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের মধ্যেও ই–কমার্স জায়ান্ট পিনডুডুর শেয়ারের দাম উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে। নাসডাকে তালিকাভুক্ত এ কোম্পানিটির শেয়ারের দাম ৩৫ শতাংশ বেড়েছে। আর তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির রাজস্ব আয় ৬৫ শতাংশ বেড়েছে।

সম্পদ বৃদ্ধির তালিকায় চতুর্থ অবস্থানে থাকা চীনের ধনী উ ইয়লিংয়ের সম্পদমূল্য বেড়েছে ৪০০ কোটি ডলার। তাতে তাঁর সম্পদমূল্য বেড়ে দাঁড়িয়েছে ৬৮০ কোটি ডলার। আর তালিকায় পঞ্চম অবস্থানে থাকা ভারতের কোলা কিংখ্যাত রভি জয়পুরিয়ার সম্পদ বেড়েছে ৩৯০ কোটি ডলারের। তাতে তাঁর সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ৯৩০ কোটি ডলারে। রভি জয়পুরিয়ার প্রতিষ্ঠানের নাম আরজে করপোরেশন। তিনি পিৎজা হাট, কেএফসিসহ একাধিক বহুজাতিক কোম্পানির ব্যবসার সঙ্গে জড়িত।