২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ভারত সবচেয়ে বেশি আমদানি শুল্ক আরোপ করে: ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি

পণ্য আমদানিতে ভারতের উচ্চ শুল্কের সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করে, এমন দেশগুলোর মধ্যে সর্বোচ্চ হারে আমদানি শুল্ক আদায় করে ভারত। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রেরও একই কাজ করা উচিত।

তবে বাণিজ্য নীতির সমালোচনা করলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘তিনি (মোদি) একজন মহান নেতা।... তিনি একটি দুর্দান্ত কাজ করেছেন।’

দ্য হিন্দু জানিয়েছে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরে ইকোনমিক ক্লাবের সদস্যদের সামনে তাঁর অর্থনৈতিক নীতি নিয়ে দেওয়া এক ভাষণে এ কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।

সভায় আগামী নির্বাচনে জিতলে বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক প্রবর্তনের কথা জানান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ভারত বিদেশি পণ্যের ওপর সর্বোচ্চ শুল্ক আরোপ করে। কিন্তু তারা হাসিমুখে সেটি করে। তবে আমেরিকাকে আবার অসাধারণ ধনী দেশে পরিণত করার জন্য আমার পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হবে “পারস্পরিকতা”।’

মার্কিন পণ্য আমদানিতে উচ্চ শুল্ক আরোপকে অর্থনৈতিক স্বার্থের ক্ষতি হিসেবে দেখেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এ ক্ষেত্রে “পারস্পরিকতার” পক্ষে সমর্থন দেন। এর মানে হলো যে ভারতের মতো দেশ যদি মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে, তবে যুক্তরাষ্ট্রেরও একই কাজ করা উচিত। প্রেসিডেন্ট হিসেবে আগের মেয়াদেই তিনি এ প্রক্রিয়াটি শুরু করেছিলেন উল্লেখ করে ট্রাম্প বলেন, ২০২৪ সালে পুনরায় নির্বাচিত হলে এই প্রক্রিয়া আরও বিস্তৃত করবেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমার পরিকল্পনায় এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আমরা সাধারণত শুল্ক আরোপ করি না। কিন্তু আমি সেই প্রক্রিয়াটি (শুল্ক আরোপ) শুরু করেছিলাম। চীন আমাদের পণ্যে ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে। ব্রাজিলও একটি বড় শুল্ক আরোপকারী দেশ। সব থেকে বড় শুল্ক আরোপকারী হচ্ছে ভারত।’

তবে ভারতের শুল্কের বিষয়ে কড়া কথা বললেও সভায় নরেন্দ্র মোদির প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক রয়েছে। বিশেষ করে ভারতের নেতা মোদি; তিনি একজন মহান নেতা, মহান মানুষ। সত্যিই একজন মহান মানুষ। তিনি এটি (যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক) একসঙ্গে নিয়ে এসেছেন। তিনি একটি মহান কাজ করেছেন।’

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘আমি বলতে চাচ্ছি, ভারত সম্ভবত চীনের চেয়ে অনেক বেশি শুল্ক নেয়, কিন্তু তারা হাসিমুখে (বন্ধুসুলভ উপায়ে) সেটি করে।’