ব্রাজিলে ৬২ কোটি ডলার বিনিয়োগ চীনের, বাড়বে গাড়ির উৎপাদন

চীনে তৈরি বিওয়াইডি ইলেকট্রিক গাড়ি। ব্রাজিলে বিওয়াইডি ৬২ কোটি ডলার বিনিয়োগ করবে সেদেশে গাড়ি উৎপাদন আরো বাড়াতে
রয়টার্সের ফাইল ছবি।

চীনের গাড়ি কোম্পানি বিওয়াইডি জানিয়েছে যে তারা ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে গাড়ি উৎপাদন বাড়াতে নতুন এক শিল্প কমপ্লেক্সে ৬২ কোটি ডলারের সমপরিমাণ অর্থ বিনিয়োগ করবে। মূলত স্থানীয় পর্যায়ে উৎপাদন করে গাড়ির দাম প্রতিযোগিতামূলক রাখতে চায় বিওয়াইডি। এ কারণেই এই বিনিয়োগ।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়ার ক্যামাকারি শিল্প পার্কে এই শিল্প এলাকা নির্মাণ করবে বিওয়াইডি। সেখানে মোট তিনটি কারখানা হবে। এই অত্যাধুনিক কমপ্লেক্সটি যে জমিতে নির্মিত হবে, সেখানে একসময় মার্কিন কোম্পানি ফোর্ডের কারখানা ছিল, যা ২০২১ সালে বন্ধ হয়ে যায়।

সংবাদে বলা হয়, এ কমপ্লেক্স তৈরি হলে ব্রাজিলে প্রতিযোগিতামূলক গাড়ির বাজার তৈরি হবে, কর্মসংস্থান হবে পাঁচ হাজার মানুষের।

ফোর্ডের কারখানার জায়গায় বিওয়াইডির নতুন বৈদ্যুতিক গাড়ির কারখানা তৈরির ঘোষণার পেছনে ব্রাজিল সরকারের তাগিদ ছিল। তারা বিওয়াইডিকে প্রণোদনা দিয়ে এই কারখানা স্থাপনে তাগাদা দিচ্ছিল। শেষমেশ তারা কারখানা নির্মাণে এগিয়ে এল।

২০২৪ সালের মাঝামাঝি সময়ে এই কারখানার উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে।

বিওয়াইডি এক বিবৃতিতে বলেছে, এখানকার একটি কারখানায় শুধু বাস ও বৈদ্যুতিক ট্রাকের চ্যাসিস তৈরি হবে। দ্বিতীয় কারখানায় প্রতিবছর ১ লাখ ৫০ হাজার হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকবে। এ ছাড়া তৃতীয় কারখানায় ব্যাটারি তৈরির প্রধান কাঁচামাল লিথিয়াম ও আয়রন ফসফেট প্রক্রিয়াজাত করা হবে বলে জানিয়েছে তারা।