জাপানি গাড়ি নির্মাতা নিসান বিশ্বব্যাপী আরও ১০ হাজার কর্মী ছাঁটাই করবে
বিশ্বব্যাপী আরও ১০ হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে জাপানের তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা নিসান। ফলে নিসানের পূর্বঘোষিত ছাঁটাইসহ মোট কর্মী ছাঁটাইয়ের সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ২০ হাজার, যা কোম্পানিটির মোট কর্মীর প্রায় ১৫ শতাংশ। জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে আজ সোমবার এ তথ্য জানিয়েছে।
বর্তমানে ধুঁকতে থাকা জাপানি গাড়ি নির্মাতা কোম্পানিটি গত মাসে সতর্ক করে দিয়ে জানিয়েছিল যে মার্চ মাসে শেষ হওয়া আর্থিক বছরে তারা রেকর্ড ৭০০ বিলিয়ন ইয়েন থেকে ৭৫০ বিলিয়ন ইয়েন বা ৪ দশমিক ৭৪ বিলিয়ন থেকে ৫ দশমিক শূন্য ৮ বিলিয়ন (৪৭৪ কোটি থেকে ৫০৮ কোটি) মার্কিন ডলার পর্যন্ত নিট লোকসান হবে। এই লোকসান বাংলাদেশের প্রায় ৫৭ হাজার ৭০০ কোটি থেকে ৬২ হাজার কোটি টাকার মতো (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
নিসান আগামীকাল মঙ্গলবার তাদের পূর্ণ বছরের আর্থিক ফলাফল ঘোষণা করবে। এ নিয়ে কোম্পানিটির পক্ষ থেকে কোনো রকম মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।
জাপানি কোম্পানি নিসানের সবচেয়ে বড় বাজার হলো যুক্তরাষ্ট্র, যেখানে তাদের ব্যবসা খারাপ হয়ে গেছে। নতুন হাইব্রিড গাড়ির অভাব ও পুরোনো লাইনআপের কারণেই মূলত নিসান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। সে জন্য তারা এখন ব্যবসা বাড়াতে চাইছে। চীনের বাজারেও ধুঁকছে নিসান। সেখানেও অস্তিত্বের লড়াইয়ে রয়েছে তারা। তাই আগামী বছরগুলোতে প্রায় ১০টি নতুন গাড়ি চালু করার মাধ্যমে বিক্রি বাড়িয়ে পতন বা লোকসান থামাতে চাইছে কোম্পানিটি।
গত বছরের মার্চ মাস পর্যন্ত বিশ্বব্যাপী নিসানের ১ লাখ ৩৩ হাজারের বেশি জনবল ছিল। এরপর পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে কোম্পানিটি ৯ হাজার কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি বিশ্বব্যাপী সক্ষমতা ২০ শতাংশ কমানোর পরিকল্পনা হাতে নিয়েছিল।