ইউক্রেনের অধিকৃত অঞ্চলে বিপুল বিনিয়োগের পরিকল্পনা রাশিয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেনের যে চারটি অঞ্চল রাশিয়া গত বছর নিজেদের নিয়ন্ত্রণে এনেছে, সেই অঞ্চলগুলোর উন্নয়নে দেশটি ১ লাখ ৯০ হাজার কোটি রুবল বা দুই হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। এমন কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিপুল পরিমাণ এই অর্থ রাশিয়ার কেন্দ্রীয় সরকারের বাজেট থেকে ব্যয় করা হবে। আগামী আড়াই বছরে এই অর্থ বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের।

এ পরিকল্পনায় চারটি ইউক্রেনীয় অঞ্চলের কথা বলা হয়েছে, রাশিয়া যাদের নিজ ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করেছিল।

তবে এই চারটি অঞ্চলের কোনোটি এককভাবে রাশিয়ার নিয়ন্ত্রণে নেই। ইউক্রেন ও জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্যরাষ্ট্র এই অধিগ্রহণের নিন্দা করলেও রাশিয়ার মিত্রদেশগুলো তার স্বীকৃতি দিয়েছে।