রেকর্ড দামে বিক্রি হলো মুম্বাইয়ের জমি, ক্রেতা জাপানি কোম্পানি

মুম্বাইয়ের ওয়াদিয়া গ্রুপের জমি রেকর্ড দামে কিনে নিচ্ছে জাপানের একটি কোম্পানি। ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে, ওয়াদিয়া গোষ্ঠীর কোম্পানি বোম্বে ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি (বিএমডিসি) মুম্বাইয়ের উরলি অঞ্চলে ২২ একর জমি বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে।

জাপানি আবাসন কোম্পানি সুমিটোমোর সাবসিডিয়ারি কোম্পানি গোইজু রিয়েলটি ৫ হাজার ২০০ কোটি রুপিতে এ জমি কিনে নিচ্ছে। সংবাদে বলা হয়েছে, অর্থমূল্যের দিক থেকে এটি মুম্বাইয়ের সবচেয়ে বড় জমি বিক্রির চুক্তি।

মোট দুই ধাপে এ জমি বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হবে, যার প্রথম ধাপে দেওয়া হবে ৪ হাজার ৬৭৫ কোটি রুপি। বাকি ৫২৫ কোটি রুপি বিএমডিসির নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে পরিশোধ করা হবে বলে খবরে বলা হয়েছে।

ওয়াদিয়া গোষ্ঠী মূলত ক্রমবর্ধমান ঋণের বোঝা কমাতে এ জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। তাদের মোট ঋণ এখন ৩ হাজার ৯৬৯ কোটি রুপি। গত বছর তারা ৯০০ কোটি রুপির ঋণ পরিশোধ করেছে।

এদিকে গত সপ্তাহে ওয়াদিয়া গোষ্ঠীর প্রধান কার্যালয় ওয়াদিয়া ইন্টারন্যাশনাল সেন্টার খালি করে দেওয়া হয়। সেই ভবন খালি করে গোষ্ঠীর চেয়ারম্যানের কার্যালয় বোম্বে ডাইংয়ের দাদার-নায়গায়ুম কার্যালয়ে স্থানান্তরিত করা হয়। এ ছাড়া ওয়াদিয়ার প্রধান কার্যালয়ের পেছনে অভিনেত্রী শিল্পা শেঠির মালিকানাধীন বাস্তিয়ান রেস্তোরাঁও বন্ধ করে দেওয়া হয়।

গোইজু রিয়েলটি ২০১৯ সালে মুম্বাইয়ের বান্দ্রা অঞ্চলে ২ হাজার ২৩৮ কোটি রুপির বিনিময়ে ১২ হাজার ১৪১ বর্গমিটার জমি ইজারা নেয়। এরপর গত বছর তারা ২ হাজার ৬৭ কোটি রুপির বিনিময়ে আরেকটি জমি ইজারা নেয়। দুটি জমিই তারা এমএমআরডিএ বা মুম্বাই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটির কাছ থেকে ইজারা নেয়।

গোইজুর মূল প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনের অধীন মোট ৮৮৬টি কোম্পানি আছে। তারা মূলত কার্যালয় নির্মাণ, ভাড়া দেওয়া ও আবাসন খাতে তহবিল জুগিয়ে থাকে।