যুক্তরাষ্ট্রের যেসব প্রযুক্তি কোম্পানি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল

অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়ে প্রযুক্তি কোম্পানিগুলো কর্মী ছাঁটাই করছেপ্রতীকী ছবি: রয়টার্স

নতুন বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের বড় বড় প্রযুক্তি ও মিডিয়া কোম্পানি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। অর্থাৎ আগের দুই বছরে এই খাতে যেভাবে কর্মী ছাঁটাই হয়েছেন, তার ধারাবাহিকতা নতুন বছরেও থাকবে।

রয়টার্স জানিয়েছে, মূলত অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়ে প্রযুক্তি কোম্পানিগুলো এভাবে কর্মী ছাঁটাই করছে। এবার দেখে নেওয়া যাক, চলতি বছরের প্রথম মাসে কোন কোন কোম্পানি এখন পর্যন্ত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।

প্রথমে আসা যাক অ্যামাজনের ঘোষণায়। এই কোম্পানির বাই উইথ প্রাইম ইউনিট ৫ শতাংশের কম কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ১৮ জানুয়ারি। তার আগে ১১ জানুয়ারি অ্যামাজনের অডিও বুক ও ব্রডকাস্ট বিভাগ অডিবল ৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। অ্যামাজন গত বছর স্ট্রিমিং সেবা ও স্টুডিও পরিচালনা কর্মী ছাঁটাইয়ের যে প্রক্রিয়া শুরু করেছিল, তার ধারাবাহিকতায় ১০ জানুয়ারি এই বিভাগের আরও কয়েক শ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। ৯ জানুয়ারি অ্যামাজনের স্ট্রিমিং ইউনিট টুইচ ৩৫ শতাংশ বা ৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়।

২২ জানুয়ারি গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের নতুন প্রযুক্তি উন্নয়ন বিভাগ এক্সল্যাব কয়েক ডজন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় এবং একই সঙ্গে তারা জানায়, অর্থায়নের জন্য বাইরের বিনিয়োগের দ্বারস্থ হবে তারা। এর আগে ১৬ জানুয়ারি গুগল কয়েক শ বিজ্ঞাপন বিক্রয় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। ১১ জানুয়ারি গুগল হার্ডওয়্যারসহ বিভিন্ন বিভাগের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়, যাঁরা মূলত পিক্সেল, নেস্ট, ফিটবিটসহ রিয়েলিটি উন্নয়ন তৈরির দলে ছিলেন।

সেলস ফোর্স ২৬ জানুয়ারি ৭০০ বা তাদের বৈশ্বিক মোট কর্মীর ১ শতাংশ ছাঁটাইয়ের ঘোষণা দেয়। ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। মাইক্রোসফট ২৫ জানুয়ারি জানায়, অ্যাক্টিভিশন ব্লিজার্ড ও এক্সবক্স বিভাগের ১ হাজার ৯০০ কর্মী ছাঁটাই করা হবে।

২৫ জানুয়ারি প্যারামাউন্ট গ্লোবাল অনির্দিষ্টসংখ্যক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। কোম্পানিটি জানিয়েছে, তারা প্রতিষ্ঠানকে সংকুচিত করতে চায়। বিজনেস ইনসাইডারের প্রধান নির্বাহী বারবারা পেংয়ের ভাষ্য, ৮ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে।

২৪ জানুয়ারি আইবিএম কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার পাশাপাশি বলেছে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ বছর শেষে তাদের কর্মী সংখ্যা কমবে না।

যানবাহন প্রযুক্তি কোম্পানি অরোরা ইনোভেশন ২৪ জানুয়ারি জানিয়েছে, প্রতিষ্ঠান পুনর্গঠনের অংশ হিসেবে ইতিমধ্যে ৩ শতাংশ কর্মী ছাঁটাই করা হয়েছে। তবে ২৩ জানুয়ারি জানিয়েছে, তাদের এক হাজার কর্মী বা বিদ্যমান কর্মিবাহিনীর ৯ শতাংশ ছাঁটাইয়ের পরিকল্পনা আছে।

লস অ্যাঞ্জেলেস টাইমস ২৩ জানুয়ারি জানায়, ইউনিয়নভুক্ত ৯৪ জন সাংবাদিককে ছাঁটাই করা হবে। ওয়াল্ট ডিজনির পিকচারে অ্যানিমেশন স্টুডিও চলমান কিছু কাজ শেষ হওয়ার পর কিছুসংখ্যক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, কোম্পানিতে এখন প্রয়োজনের চেয়ে বেশি কর্মী আছে।

ভিডিও গেমের সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনিটি সফটওয়্যার ২৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে, এই প্রক্রিয়ায় মোট ১ হাজার ৮০০ মানুষের কাজ যেতে পারে।