পাকিস্তানে ব্যবসা গোটাচ্ছে শেল পেট্রোলিয়াম

পাকিস্তান ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি শেল পেট্রোলিয়াম। গত বুধবার শেল পাকিস্তান (এসপিএল) জানিয়েছে, মূল কোম্পানি শেল পেট্রোলিয়াম পাকিস্তানে তাদের ৭৭ শতাংশ শেয়ার বিক্রি করে দেবে। খবর রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়ার।

রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি বড় ধরনের আর্থিক সংকট ও অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানি মুদ্রা রুপির ব্যাপক অবমূল্যায়ন হয়েছে। এ ছাড়া পাকিস্তান সরকারের কাছ থেকে ঠিকভাবে পাওনা অর্থ ফেরত না পাওয়ায় ২০২২ সালে ক্ষতির মুখে পড়ে শেল পাকিস্তান। এসব কারণে পাকিস্তানে ব্যবসা বন্ধের পথে হাঁটছে শেল।

শেল পাকিস্তানের একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, শেল পেট্রোলিয়াম ব্যবসার প্রবৃদ্ধি ও কার্যক্রম সহজ করার জন্য শেল পাকিস্তানের অধিকাংশ শেয়ার (৭৭ দশমিক ৪২ শতাংশ) বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। এ ছাড়া পাকিস্তান-আরব পাইপলাইন কোম্পানি লিমিটেডে থাকা শেলের ২৬ শতাংশ মালিকানাও বিক্রি করা হবে।

এসপিএল পাকিস্তান স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানি। শেল পেট্রোলিয়াম কোম্পানি গত বুধবার শেয়ার বিক্রির ইচ্ছার বিষয়ে এসপিএলের পরিচালনা পর্ষদকে অবহিত করে। এরপর এসপিএল বিজ্ঞপ্তিতে জানায়, শেল পেট্রোলিয়ামের শেয়ার বিক্রির ঘোষণা এসপিএলের বর্তমান ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব ফেলবে না।

২০২২ সালে শেল পেট্রোলিয়ামের বিনিয়োগ আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত বছর শেলের বিনিয়োগ আয় ছিল ২১০ কোটি মার্কিন ডলার, ২০২১ সালে যা ১ হাজার ৫১০ কোটি ডলার ছিল। এর অর্থ গত বছর শেলের বিনিয়োগ কম ছিল বা শেলের বিক্রীত সম্পদের মান কম ছিল।

শেলের নতুন প্রধান নির্বাহী (সিইও) ওয়ায়েল সাওয়ান আগামী ২০৩০ সালের মধ্যে কোম্পানির লভ্যাংশ বাড়ানোর পরিকল্পনা করেছেন।