করোনাকালে বিশ্বে ৫২ লাখ নতুন মিলিয়নিয়ার

ছবি: রয়টার্স

কোভিড-১৯ অতিমারির কারণে বিশ্ব অর্থনীতি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। যে কারণে দেশে দেশে বিপুলসংখ্যক গরিব মানুষ আরও গরিব হয়েছেন। তবে আর্থিকভাবে ফুলেফেঁপেও উঠেছেন প্রচুর মানুষ। এ রকম লোকের সংখ্যাও নেহাত কম নয়। ২০২০ সালে ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেও বিশ্বজুড়ে ৫ মিলিয়ন বা ৫০ লাখেরও বেশি লোক নতুন করে মিলিয়নিয়ার বা মিলিয়ন ডলারের মালিক হয়েছেন।

২০২০ সালে বিশ্বে নতুন করে মিলিয়নিয়ার হয়েছেন ৫ দশমিক ২ মিলিয়ন বা ৫২ লাখ মানুষ। এর ফলে দুনিয়ায় এখন মিলিয়নিয়ারের সংখ্যা বেড়ে ৫৬ দশমিক ১ মিলিয়ন বা ৫ কোটি ৬১ লাখে উন্নীত হয়েছে। অর্থাৎ নতুন করে এই লোকগুলোর প্রত্যেকে ১ মিলিয়ন তথা ১০ লাখ ডলার (বাংলাদেশের প্রায় সাড়ে আট কোটি টাকা) বা এর চেয়ে বেশি পরিমাণ অর্থের মালিক হয়েছেন।

করোনার ধকল সামলে দেশে দেশে শেয়ারবাজার চাঙা হয়ে ওঠায় এবং আবাসন তথা বাড়ির দাম বাড়ায় মূলত মিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ক্রেডিট স্যুইসের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

আর একই সময়ে, অর্থাৎ ২০২০ সালে বিশ্বে প্রথমবারের মতো মোট প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে ১ শতাংশের বেশি মিলিয়নিয়ার হয়েছেন। উল্লেখ্য, ১০ লাখে ১ মিলিয়ন, আর যাঁরা মিলিয়ন ডলার বা টাকার মালিক হন, তাঁদের বলা হয় মিলিয়নিয়ার।
ক্রেডিট স্যুইসের গবেষকেরা বলছেন, কোভিড-১৯ অতিমারিজনিত অর্থনৈতিক দুর্দশা থেকে সম্পদ সৃষ্টিটা মোটামুটি বিচ্ছিন্ন।

ক্রেডিট স্যুইসের ‘গ্লোবাল ওয়েলথ রিপোর্ট’-এর লেখন ও অর্থনীতিবিদ অ্যান্থনি শোরোকস বলেন, ‘বিশ্ববাজারে কোভিড-১৯ অতিমারির তীব্র নেতিবাচক প্রভাব ছিল স্বল্পমেয়াদি। বিশেষ করে ২০২০ সালের জুনের পর থেকেই অর্থনীতির টালমাটাল পরিস্থিতি বদলে যেতে থাকে। ফলে, গত বছরের দ্বিতীয়ার্ধে সম্পদ দ্রুত বৃদ্ধি পায়।’

তবে মিলিয়নিয়ারদের চেয়েও যাঁরা অনেক গুণ বেশি অর্থবিত্তের মালিক, সেই বিলিয়নিয়ার তথা অতিধনীরা তুলনামূলকভাবে বেশি আয় করেছেন। ২০২০ সালে বিলিয়নিয়ারদের ধনসম্পদ ২৭ শতাংশ বেড়েছে। বিশেষ করে শীর্ষস্থানীয় ১০ বিলিয়নিয়ারের সম্পদ যতটা বৃদ্ধি পেয়েছে, সেটা দিয়েই বিশ্বের সব মানুষের জন্য করোনার টিকা কেনা যাবে।

অ্যান্থনি শোরোকস বলেন, ২০২০ সালে বিশ্বে প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে সম্পদের ব্যবধান আগের চেয়ে বেড়েছে।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে সার্বিকভাবে বিশ্বে সম্পদ বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪ শতাংশ। এতে জানানো হয়, বিশ্বে ১০ হাজার থেকে ১ লাখ ডলার সম্পদের মালিক—এমন লোকের সংখ্যা একুশ শতকের শুরুতে, মানে ২০০০ সালে ছিল ৫০ কোটি ৭০ লাখ। এ সংখ্যা ২০২০ সালের মাঝামাঝি সময় পর্যন্ত সাড়ে তিন গুণ বেড়ে ১৭০ কোটিতে উঠেছে।

চীনসহ উদীয়মান অর্থনীতিগুলো এবং বিভিন্ন উন্নয়নশীল দেশে ক্রমাগত অর্থনৈতিক সমৃদ্ধির ফলে মধ্যবিত্ত শ্রেণির বিকাশ ঘটেছে। সূত্র: নিউইয়র্ক ডেইলি নিউজ