করোনার কোপে ২ শতাংশ সংকুচিত যুক্তরাজ্যের অর্থনীতি

লকডাউন জারি করায় চলতি বছরের প্রথম প্রান্তিকে সংকুচিত হয়েছে যুক্তরাজ্যের অর্থনীতি। ছবি: রয়টার্স
লকডাউন জারি করায় চলতি বছরের প্রথম প্রান্তিকে সংকুচিত হয়েছে যুক্তরাজ্যের অর্থনীতি। ছবি: রয়টার্স

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশজুড়ে লকডাউন জারি করায় চলতি বছরের প্রথম প্রান্তিকে সংকুচিত হয়েছে যুক্তরাজ্যের অর্থনীতি। ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার পর সবচেয়ে দ্রুত গতিতে এই সংকোচন হয়েছে।

করোনাভাইরাসের কারণে লকডাউন জারির পর এটি প্রথম প্রাক্কলন। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির সরকারি এক পরিসংখ্যানে বলা হয়, গত বছরের শেষ প্রান্তিকে শূন্য প্রবৃদ্ধির পর চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়কালে অর্থনীতি সংকুচিত হয়েছে ২ শতাংশ।সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির প্রভাবশালী সেবাখাত। অবশ্য বিশেষজ্ঞরা আরও বেশি সংকোচন আশঙ্কা করেছিলেন। তাঁরা আশঙ্কা করছিলেন, ২ দশমিক ৬ শতাংশ সংকুচিত হবে অর্থনীতি। অর্থনৈতিক পুনরুদ্ধার শুরু হওয়ার আগে দ্বিতীয় ত্রৈমাসিকে আরও পতনের আশঙ্কা করছেন তাঁরা।

জাতীয় পরিসংখ্যান বলছে, কেবল মার্চেই সংকোচন হয়েছে ৫ দশমিক ৮ শতাংশ। পরিষেবা, শিল্প ও নির্মাণখাত মারাত্নকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেল, মোটেলসহ নানা ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকায় কেবল সেবাখাতের উৎপাদন কমেছে প্রায় ১ দশমিক ৯ শতাংশ।