ঘুরে দাঁড়াচ্ছে যুক্তরাজ্যের অর্থনীতি, এপ্রিলে প্রবৃদ্ধি ২.৩ %

এপ্রিল মাসে ২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে যুক্তরাজ্যের। গত জুলাইয়ের পর, অর্থাৎ ৯ মাসের মধ্যে এই প্রথম এক মাসে এতটা প্রবৃদ্ধি দেখল দেশটি। মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় ছাড়াও অন্যান্য জিনিস কেনার প্রবণতা বেড়েছে। বেড়েছে গাড়ি ও ক্যারাভ্যান বিক্রি।

দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো বলছে, করোনার কারণে নেওয়া বিধিনিষেধ শিথিল হওয়ায় ক্যাফে, রেস্তোরাঁ, হোটেলে মানুষের ব্যয় বেড়েছে। সব মিলিয়ে অর্থনৈতিক কার্যক্রম বেড়েছে। তবে এখনো করোনা পূর্ববর্তী অবস্থায় যেতে পারেনি যুক্তরাজ্য। করোনার আগে মাসে ৩ দশমিক ৭ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধিও দেখেছে দেশটি।

আগের মাসের চেয়ে এপ্রিলে নির্মাণকাজ হ্রাস পেয়েছে। তবে খাতটি এখনো মহামারির আগের অবস্থার চেয়ে শীর্ষে রয়েছে।

চ্যান্সেলর ঋষি সুনাক বলেন, পরিসংখ্যান এই আশা দেখাচ্ছে যে আমাদের অর্থনৈতিক পুনরুদ্ধার শুরু হয়েছে। সুনাক জানান, মার্চ ও এপ্রিলে ব্যবসা পুনরায় চালু হওয়ার সঙ্গে সঙ্গে এক কোটির বেশি মানুষ ফারলো স্কিম নেওয়া বন্ধ করে দিয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, ‘খুচরা ব্যয়ের শক্তিশালী প্রবৃদ্ধি, গাড়ি ও ক্যারাভ্যান বিক্রি বৃদ্ধি, পুরো মাস স্কুল খোলা থাকায়, আতিথেয়তা পুনরায় চালু হওয়ায় এপ্রিল মাসে অর্থনীতি সম্প্রসারিত হয়েছে।’

যুক্তরাজ্যে গত ১২ এপ্রিল থেকে দোকানে গিয়ে কেনাকাটা চালু করে কর্তৃপক্ষ। ফলে নিত্যপ্রয়োজনীয় ছাড়াও অন্যান্য পণ্যের বিক্রি বেড়েছে। কাপড়ের দোকানগুলো বিক্রিতে প্রায় ৭০ শতাংশ প্রবৃদ্ধি দেখেছে। সেবা খাতে সব মিলিয়ে ৩ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। করোনার সংক্রমণ কমায় ২১ জুন থেকে বিধিনিষেধ আরও শিথিল হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।