চীনের অতিধনীদের হাতে রয়েছে জার্মানির জিডিপির সমান সম্পদ

জ্যাক মা
ছবি: রয়টার্স

করোনা মহামারির মধ্যেও ব্যাপক সম্পদ বেড়েছে চীনা ধনকুবেরদের। সাংহাইভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হুরুন চায়না রিচ লিস্টের সর্বশেষ তালিকায় দেখা গেছে, শেয়ারবাজারে ভাগ্য সহায় হয়েছে ধনীদের। তালিকা অনুযায়ী, চীনের অতিধনীদের হাতে সম্মিলিতভাবে রয়েছে ৪ ট্রিলিয়ন ডলার, যা জার্মানির মোট দেশজ উৎপাদনের চেয়ে বেশি। বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হলো জার্মানি। আজ মঙ্গলবার এই তালিকা প্রকাশিত হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী গত বছর ধনীদের মোট সম্পদে যোগ হয়েছে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। হুরুনের তালিকায় এবারও শীর্ষে রয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। তাঁর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮০ কোটি ডলারে। জ্যাক মা ও তাঁর পরিবারের সম্পদ গত বছরের তুলনায় ৪৫ শতাংশ বেড়েছে।

এবারে চীনের ধনীর তালিকায় দেখা যাচ্ছে, গত পাঁচ বছরে সম্মিলিতভাবে যে পরিমাণ সম্পদ তৈরি হয়েছে, তার চেয়ে বেশি পরিমাণ সম্পদ তৈরি হয়েছে এ বছরে।
হুরুনের চেয়ারম্যান ও প্রধান গবেষক রুপার্ট হুগেভের্ফ

হুরুনের চেয়ারম্যান ও প্রধান গবেষক রুপার্ট হুগেভের্ফ বলেন, এবারে চীনের ধনীর তালিকায় দেখা যাচ্ছে, গত পাঁচ বছরে সম্মিলিতভাবে যে পরিমাণ সম্পদ তৈরি হয়েছে, তার চেয়ে বেশি পরিমাণ সম্পদ তৈরি হয়েছে এ বছরে। অর্থনীতির কাঠামোরও পরিবর্তন হয়েছে। পণ্য উৎপাদন ও আবাসন খাতের মতো প্রথাগত ক্ষেত্র থেকে সরে এসে এখন নতুন অর্থনীতি সৃষ্টি হচ্ছে।

চীনে অন্তত ২০০ কোটি ইওয়ান বা ৩০ কোটি ডলার সম্পদের মালিকদের অতিধনী হিসেবে গণ্য করা হয়। নতুন তালিকায় দেখা গেছে, বর্তমানে দেশটিতে বিলিয়নিয়ারের সংখ্যা ২ হাজার ৩০৩ জন।

করোনা সংকটের উত্তাপ যে চীন ভালোভাবেই কাটিয়ে উঠেছে, তা এখন আর বলার অপেক্ষা রাখে না। গতকাল প্রকাশিত দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের একই প্রান্তিকের তুলনায় জুলাই থেকে সেপ্টেম্বরে ৪ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে চীন। অবশ্য অর্থনীতিবিদদের প্রত্যাশা আরও বেশি ছিল। তাঁরা ভেবেছিলেন, বছরের এই তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ২ শতাংশ।