ট্রাম্পের চাওয়াই পূরণ করছে ইইউ

লবস্টার
ছবি: রয়টার্স

দুই দশকের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্র ও ইইউ শুল্ক কমানোর বিষয়ে সম্মত হলো। এর আগে ট্রাম্প ইইউকে হুমকি দিয়েছিলেন যে ইইউ যদি লবস্টারে শুল্ক বাতিল না করে, তবে ইউরোপের গাড়ির ওপর চড়া শুল্ক আরোপ করবেন তিনি। এমনকি জুনে, ট্রাম্প মার্কিন লবস্টার ব্যবসায়ীদের সহায়তার আদেশ দিয়েছিলেন, ব্যবসায়িক সম্পর্কের অবনতির কারণে যাঁদের রপ্তানি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

গত কয়েক বছরে নানা ধরনের বাণিজ্য ইস্যুতে বিরোধ চলছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে। ফরাসি বিমান নির্মাণকারী সংস্থা এয়ারবাসকে ইইউ অবৈধভাবে ভর্তুকি দিচ্ছে, এমন অভিযোগ তুলে গত বছরের অক্টোবরে ইউরোপ থেকে আমদানি করা ৭৫০ কোটি ডলারের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। ২০১৮ সালে ইইউ থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক আরোপ করেন ট্রাম্প। এ ছাড়া টেক জায়ান্টদের ইউরোপীয় কর নিয়েও বিরোধ রয়েছে দুই পক্ষের।

২০১৭ সালে ইইউতে ১১ কোটি ১০ লাখ ডলারের লবস্টার রপ্তানি করে যুক্তরাষ্ট্র। ওই শিপমেন্টের বেশির ভাগ অংশই মাইন অঙ্গরাজ্য থেকে এসেছিল। এ অঙ্গরাজ্যকে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের রাজনৈতিক যুদ্ধক্ষেত্র।