তিন অতিধনীর বিচ্ছেদ

বিল ও মেলিন্ডা গেটস

বিয়ের ২৭ বছর পর ২০২১ সালের ৪ মে মাসে বিচ্ছেদের ঘোষণা দেন বিশ্বের শীর্ষস্থানীয় ধনী বিল গেটস ও মেলিন্ডা গেটস দম্পতি। তবে তাঁরা ২০০০ সালে নিজেদের নামে প্রতিষ্ঠিত দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে একসঙ্গে কাজ চালিয়ে যাবেন বলে জানান। মেলিন্ডা ১৯৮৭ সালে মাইক্রোসফটে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দেন। ১৯৯৪ সালের নববর্ষের দিন তাঁরা বিয়ে করেন। তাঁদের তিন সন্তান রয়েছে।

বিল গেটসের সঙ্গে বিচ্ছেদের কারণে মেলিন্ডা কী পরিমাণ অর্থসম্পদ পাবেন, তা যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী আদালতই হিসাব করে দেবেন। তবে ফোর্বস ম্যাগাজিনসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, মেলিন্ডা ৬ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার পেতে পারেন।

অনেক বছর ধরেই বিল গেটস ও মেলিন্ডা গেটসের সম্পর্কে অবনতি ঘটছিল। ২০ বছর আগে মাইক্রোসফটের এক নারী কর্মীর সঙ্গে বিল গেটসের পরকীয়ায় জড়ানো ও অন্যান্য নারী কর্মীর প্রতি বিশেষ আগ্রহের কারণে বিরক্ত ছিলেন মেলিন্ডা। মাইক্রোসফটের সাবেক কর্মকর্তা মাইকেল লারসনের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ গোপনে সমাধান করায় এবং যুক্তরাষ্ট্রের চিহ্নিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে বিল গেটস ভালো সম্পর্ক রাখায় নাখোশ ছিলেন মেলিন্ডা।

ইলন মাস্ক-গ্রাইমস

ইলন মাস্ক গত ২৫ সেপ্টেম্বর তাঁর ৩৩ বছর বয়সী প্রেমিকা গ্রাইমসের সঙ্গে তিন বছরের প্রেমের সম্পর্ক থেকে ‘সেমি-সেপারেটেড’ তথা ‘আধা বিচ্ছেদ’ হওয়ার কথা ঘোষণা করেন। ইলন মাস্ক ২০০০ সালে লেখক জাস্টিন উইলসনকে বিয়ে করেন। তাঁদের পাঁচ পুত্রসন্তান রয়েছে। ২০০৮ সালে বিচ্ছেদ হয় এই দম্পতির। ২০১০ সালে ইলন মাস্ক ব্রিটিশ অভিনেত্রী তালুলা রিলিকে বিয়ে করেন। দুই বছর পর তাঁদের সম্পর্কের অবসান ঘটে। তবে ২০১৩ সালে তাঁরা আবার বিয়ে করেন এবং তিন বছর পর আবার আলাদা হন। ২০১৫ সালে অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে সম্পর্কে জড়ান ইলন। ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাঁদের। এরপর ২০১৮ সালে গ্রাইমসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ইলন মাস্কের। ২০২০ সালে তাঁদের ঘরে আসে ছেলে এক্স অ্যাশ এ টুয়েলভ। এ ছাড়া ৫০ বছর বয়সী ইলন মাস্কের আরও ছয় সন্তান রয়েছে।

জন পলসন ও জেনি পলসন

বিয়ের ২১ বছরেরও বেশি সময় পর ২০২১ সালের সেপ্টেম্বরে এসে বিশ্বের ২৮১তম শীর্ষ ধনী আলফ্রেড জন পলসন ও তাঁর স্ত্রী জেনি পলসন বিচ্ছেদের ঘোষণা দেন। জন পলসন নিউইয়র্কভিত্তিক বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পলসন অ্যান্ড কোম্পানির প্রতিষ্ঠাতা। জেনি রোমানিয়ান বংশোদ্ভূত মার্কিন নাগরিক। ২০০০ সালে তাঁকে বিয়ে করেন জন পলসন। ৬৫ বছরের পলসন ও ৫০ বছর বয়সী জেনির বিচ্ছেদের মামলাটি নিউইয়র্কের সাফোক কাউন্টির আদালতে নিষ্পত্তি হবে।