স্কুল শিক্ষককে বিয়ে করলেন বেজোসের সাবেক স্ত্রী

ম্যাকেঞ্জি স্কট

বিয়ে করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ নারী ধনী ম্যাকেঞ্জি স্কট। যুক্তরাষ্ট্রের সিয়াটলের এক বিজ্ঞান শিক্ষককে বিয়ে করেছেন ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি। দুই বছর আগে ২৫ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদ টানেন বেজোস ও ম্যাকেঞ্জি। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ম্যাকেঞ্জির স্বামী সিয়াটলের একটি বেসরকারি স্কুলের বিজ্ঞানের শিক্ষক ড্যান জেউইট। গিভিং প্লেজ ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় এই বিয়ের বিষয়টি প্রথম প্রকাশ করেন তিনি। গিভিং প্লেজ হলো মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, তাঁর স্ত্রী মেলিন্ডা গেটস এবং বিনিয়োগগুরু ওয়ারেন বাফেটের একটি উদ্যোগ। ১০ বছর আগে নেওয়া এই উদ্যোগ বিলিয়নিয়ারদের দাতব্য কাজে উৎসাহিত করে। এর অর্থ দানের অঙ্গীকার।

এদিকে এই বিয়ের বিষয় এক বিবৃতিতে জেফ বেজোস বলেন, ‘ড্যান একজন দারুণ মানুষ এবং তাদের উভয়ের জন্য আমি খুবই খুশি ও উৎফুল্ল।’

২০১৯ সালে বিচ্ছেদ হয় বেজোস ও ম্যাকেঞ্জির

বর্তমানে বিশ্বের ২২তম শীর্ষ ধনী ও তৃতীয় শীর্ষ নারী হলেন ম্যাকেঞ্জি স্কট। ফোর্বসের অতি সাম্প্রতিক হিসাব অনুসারে স্কটের সম্পদের পরিমাণ ৫ হাজার ৩০০ কোটি ডলার। অবশ্য তাঁর এই সম্পদের বেশির ভাগ অংশই ‘গিভিং প্লেজে’ দান করে দেওয়ার কথা জানিয়েছেন স্কট।

গিভিং প্লেজ ওয়েবসাইটে ড্যান জেউইট লিখেছেন, ‘আমার দেখা অন্যতম এক মহৎ ও দয়ালু মানুষকে আমি বিয়ে করেছি। অন্যের জন্য বিপুল পরিমাণ সম্পদ দান করার প্রতিজ্ঞায় তার সঙ্গে যোগ দিয়েছি।’

মূলত, ২০১৯ সালে জেফ বেজোসের সঙ্গে বিচ্ছেদের পর ম্যাকেঞ্জি বিশ্বের অন্যতম শীর্ষ ধনীদের কাতারে চলে আসেন। বিচ্ছেদের পর বেজোসের কাছ থেকে ৩ হাজার ৫০০ কোটি ডলারের সম্পদ পেয়েছিলেন তিনি। তবে সে সময়ই তিনি জানান, এই সম্পদের অর্ধেকই তিনি দান করে দেবেন। তিনি তাঁর অনুদানের বেশির ভাগ অংশ নারী নেতৃত্বাধীন দাতব্য সংস্থাসহ নানা কল্যাণমূলক কাজে ব্যয় করছেন।

১৯৯৪ সালে আমাজন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় অবদান ছিল ম্যাকেঞ্জির। তিনি দুটি উপন্যাসের লেখক। এখন আমাজন লেখকের পৃষ্ঠায় তাঁর বিষয়ে লেখা হয়েছে, ম্যাকেঞ্জি তাঁর চার সন্তান এবং স্বামী ড্যানের সঙ্গে সিয়াটলে থাকছেন।