স্কটল্যান্ডে ট্রাম্পের দুই গলফ রিসোর্টের ব্যাপক লোকসান

ছবি: রয়টার্স

যুক্তরাজ্য সরকারের ফারলো স্কিম থেকে ডোনাল্ড ট্রাম্পের গলফ কোর্স এবং অবসর কেন্দ্রের ব্যবসাপ্রতিষ্ঠান ৩০ লাখ পাউন্ডের বেশি দাবি করেছে। কোভিড সংক্রমণ ঠেকাতে নেওয়া বিধিনিষেধের কারণে স্কটল্যান্ডের আয়ারশায়ার এবং অ্যাবারডিনশায়ারে ট্রাম্প রিসোর্টগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। দুটি কোম্পানিই অনেক কর্মী কমিয়েছে। আর তাই এবার ফারলো স্কিম থেকে অর্থ দাবি করেছে কোম্পানিদুটি। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আয়ারশায়ারের টার্নবেরির আয় কমেছে অর্ধেকের বেশি। ২০২০ সালে প্রায় ৩০ লাখ পাউন্ডের বেশি ক্ষতি দেখেছে কোম্পানিটি। অ্যাবারডিনশায়ারের বালমেডি রিসোর্টের ক্ষতি হয়েছে ১৩ লাখ পাউন্ড।

ডোনাল্ড ট্রাম্পের মা স্কটল্যান্ডের নাগরিক ছিলেন। তাই স্কটল্যান্ডের প্রতি আলাদা মমতা রয়েছে ট্রাম্পের।

২০১২ সালে অ্যাবারডিনশায়ারের মেনি এস্টেটে তাঁর প্রথম গলফ রিসোর্ট চালু করেন ট্রাম্প। সে সময় গলফ কোর্স খুললে পরিবেশগত ক্ষতি হবে এমন বিরোধিতার মুখে পড়েন ট্রাম্প। পরে উপকূলে একটি উইনড ফার্ম তৈরি করা বন্ধ করার চেষ্টা করেছিলেন তিনি। সে সময় তাঁর যুক্তি ছিল উইনড ফার্মটি তাঁর গলফ ক্লাবের দৃশ্য নষ্ট করবে। ২০১৪ সালে তিনি দুবাইভিত্তিক একটি কোম্পানির কাছ থেকে দক্ষিণ আয়ারশায়ারের টার্নবেরি গলফ রিসোর্টটি কিনেছিলেন।

২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে তিনি উভয় কোর্সের নিয়ন্ত্রণ তাঁর ছেলে ডোনাল্ড জুনিয়র এবং এরিকের কাছে হস্তান্তর করেছিলেন। তবে একটি আর্থিক আগ্রহ সব সময়ই বজায় রেখেছিলেন।

কোম্পানির তথ্য অনুসারে, টার্নবেরি গলফ কোর্স এবং রিসোর্টের মালিক গলফ রিক্রিয়েশন স্কটল্যান্ড লিমিটেড। ২০১৯ সালে আয় করে ১ কোটি ৯৭ লাখ পাউন্ড। পরে করোনার কারণে সেই আয় ২০২০ সালে কমে হয় ৬৭ লাখ পাউন্ড। ২০১৯ সালে এটির মুনাফা ছিল ৩ লাখ ২১ হাজার পাউন্ড। ২০২০ সেখানে ক্ষতি হয় ৩৪ লাখ পাউন্ড।