বিচ্ছেদের দিনই গেটসের বিলিয়ন ডলারের শেয়ার যায় মেলিন্ডার কাছে

ছবি: রয়টার্স

গত সপ্তাহের শুরুতে বিল গেটস ও মেলিন্ডা গেটস তাঁদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। মজার তথ্য হচ্ছে, ওই দিনই মেলিন্ডা গেটস বিলিয়নিয়ার হয়ে যান। বিল গেটসের সংস্থা ক্যাসকেড ইনভেস্টমেন্ট তাদের প্রায় ২৪০ কোটি ডলারের (২.৪ বিলিয়ন) শেয়ার মেলিন্ডা গেটসের নিয়ন্ত্রণাধীন দুটি সংস্থায় বিনিয়োগ করল। ফোর্বসের তথ্য অনুযায়ী পরদিন গেটসের সম্পদের পরিমাণ ১৩ হাজার ৪০ কোটি ডলার থেকে কমে ১২ হাজার ৮১০ কোটি ডলার হয়। তবে ধনীর তালিকায় গেটসের অবস্থান চারেই বহাল রয়েছে।

অটোনেশনের ২৯ লাখ ৪০ হাজার শেয়ার ও কানাডীয় ন্যাশনাল রেলওয়ে কোম্পানির ১ কোটি ৪১ লাখ শেয়ার পান মেলিন্ডা গেটস। এ ছাড়া মেক্সিকোভিত্তিক কোকাকোলা ফেমসার ২ কোটি ৫৮ লাখ শেয়ার পান মেলিন্ডা, যার মূল্য ১২ কোটি ডলার। ম্যাক্সিকান ব্রডকাস্টার গ্রুপো টেলিভিসা এসএর ১৫ কোটি ৫৪ লাখ শেয়ার পেয়েছেন মেলিন্ডা, যার মূল্য ৩৮ কোটি ৬০ লাখ ডলার।

গত সপ্তাহে ২৭ বছরের বিবাহিত জীবনে ইতি টানেন বিল ও মেলিন্ডা। টুইটারে দুজন একত্রেই এই বিচ্ছেদের ঘোষণা দেন। বিচ্ছেদ ঘোষণার দিনই বিভিন্ন সূত্র থেকে তাঁদের সম্পদের স্থানান্তরের সম্ভাবনার কথা নানা গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে। তাঁদের যৌথ সম্পত্তির ভাগ কীভাবে হবে, বাড়ি কে পাবেন—সবকিছুই থাকে আলোচনার তুঙ্গে।

এর মধ্যেই জানা গেল বিল গেটসের সংস্থা ক্যাসকেড থেকে বড় অঙ্কের শেয়ার হস্তান্তরের কথা।

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও স্ত্রী মেলিন্ডা গেটস ২০০০ সালে প্রতিষ্ঠা করেন ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’। ২০১৪ সালে মাইক্রোসফটের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান বিল গেটস। গত বছর থেকে বোর্ড থেকে সরে গিয়ে পুরোপুরি দাতব্যকাজে মনোনিবেশ করেন গেটস।

এই দম্পতির এই বিচ্ছেদের ফলে তাঁদের সম্পদ কীভাবে ভাগাভাগি হবে, তা নিয়ে চলছে আলোচনা। তবে সমীকরণটা খুব সোজা নয়। কারণ, তাঁরা সম্পত্তি বাড়িয়েছেন ঠিকই, সেই সঙ্গে নিজেদের শেয়ারের বড় অংশ ফাউন্ডেশনের নানা দাতব্যকাজে লাগিয়েছেন। সূত্র: ইউএসএ টুডে