ভারতে পেট্রল ও ডিজেলের দাম বেড়ে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে

ছবি: রয়টার্স

ভারতে মাত্র এক সপ্তাহে পেট্রল ও ডিজেলের দাম চারবার বেড়েছে। দেশটিতে গতকাল শনিবার পেট্রল ও ডিজেলের দাম লিটারপ্রতি ২৫ পয়সা করে বৃদ্ধি পেয়েছে। এতেই ভারতে পণ্য দুটি এখন সর্বকালের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে। জ্বালানি তেল বাজারজাতকারী কোম্পানিগুলো দাম বৃদ্ধির এই তথ্য জানিয়েছে।

পেট্রলের দাম লিটারপ্রতি ২৫ পয়সা করে বৃদ্ধি পাওয়ায় এখন পণ্যটি ভারতের রাজধানী দিল্লিতে ৮৫ দশমিক ৭০ রুপি ও মুম্বাই শহরে ৯২ দশমিক ২৮ রুপিতে বিক্রি হচ্ছে। একইভাবে প্রতি লিটার ডিজেল দিল্লিতে ৭৫ দশমিক ৮৮ রুপি ও মুম্বাইয়ে ৮২ দশমিক ৬৬ রুপিতে বিক্রি হচ্ছে। এ নিয়ে ভারতে টানা দুই দিন ও এক সপ্তাহে চতুর্থ দিনের মতো পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে। আর সাপ্তাহিক হিসাবে লিটারপ্রতি দাম বাড়ল এক রুপি করে। বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

ভারতে অবশ্য এক রাজ্য থেকে আরেক রাজ্যে জ্বালানি তেলের দামে পার্থক্য থাকে। মূলত স্থানীয় কর ও মূল্য সংযোজন কর বা ভ্যাটের হারে তফাতের কারণে এমনটা হয়ে থাকে। সব সার্বিকভাবে ভোক্তাদের ওপর থেকে দামের চাপ লাঘবের স্বার্থে জ্বালানি তেল আমদানিতে এক্সাইজ ডিউটি কমানোর দাবি রয়েছে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ভারতের তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গত সপ্তাহের শুরুর দিকে শীর্ষ রপ্তানিকারক সৌদি আরবকে দোষারোপ করেন। কারণ, সৌদি উত্তোলনের পরিমাণ কমানোর সিদ্ধান্ত নেওয়ায় বিশ্ববাজারে তেলের দামে প্রভাব পড়েছে। মধ্যপ্রাচ্যের দেশটি আগামী ফেব্রুয়ারি ও মার্চে দৈনিক তেল উত্তোলনের পরিমাণ ১০ লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে ধর্মেন্দ্র কর কমানোর বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি।

ভারতে খুচরা পর্যায়ে তেল বিক্রয়কারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসি), ভারত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (এইচপিসিএল) মাসখানেক বিরতির পর ৬ জানুয়ারি থেকে আবার তেলের দাম নিয়ে দৈনিক পর্যালোচনা শুরু করে।

আন্তর্জাতিক বাজারে তেলের দামে ওঠানামা এবং আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হারের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলার জন্য ভারতের রাষ্ট্রমালিকানাধীন কোম্পানিগুলো প্রতিদিনই তেলের দাম পর্যালোচনার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে প্রতি লিটার পেট্রলের দাম ১ দশমিক ৯৯ রুপি ও ডিজেল ২ রুপি করে বেড়েছে।

ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের প্রতিষেধক টিকা প্রয়োগ শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের চাহিদা বাড়ছে। ফলে পণ্যটির দাম এখন ঊর্ধ্বমুখী।