‘যত পারুন ব্যয় বাড়ান’

ক্রিস্টালিনা জর্জিয়েভা
ছবি: রয়টার্স

করোনার কারণে থমকে যাওয়া অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করার জন্য বিশ্বব্যাপী নীতিনির্ধারকদের আরও ব্যয় করা উচিত বলে মনে করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। গত শুক্রবার রাশিয়ায় এক বার্ষিক অর্থনৈতিক সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ক্রিস্টালিনা জর্জিয়েভা কোনো নির্দিষ্ট অর্থনৈতিক পূর্বাভাস দেননি, তবে সরকারগুলোর যে ব্যয় বাড়াতে হবে সে কথা স্পষ্ট করে বলেছেন। এ ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে একটি সুসংগত পদ্ধতি অর্থনৈতিক উন্নয়নের পক্ষে সর্বোত্তম হবে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন

জর্জিয়েভা জানান, বিদায়ী বছরে আইএমএফ ৮৩টি দেশকে সহায়তা দিয়েছিল।
জর্জিয়েভা বলেন, ‘দয়া করে ব্যয় করুন। আপনি যতটা পারেন ব্যয় করুন। পারলে আরও কিছুটা বেশি ব্যয় করুন।’ এ সময় তিনি, ডিজিটাল ও সবুজ প্রবৃদ্ধির জন্য আরও আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান।

তিনি বলেন, আইএমএফ কর্মীরা পর্যালোচনা করে দেখেছেন যে সবুজ অবকাঠামোতে জি-২০ ভুক্ত দেশগুলো যদি সমন্বিত পদ্ধতিতে আর্থিক সহায়তা করে, তবে তা দুই-তৃতীয়াংশ প্রবৃদ্ধিতে অবদান রাখবে।

আরও পড়ুন