রাজন, সুব্রামানিয়ান ও নোবেলজয়ী দুফলোকে নিয়ে তামিলনাড়ুর ‘স্বপ্নের দল’

অর্থনৈতিক পরামর্শের জন্য এস্থার দুফলো, অরবিন্দ সুব্রামানিয়ান, রঘুরাম রাজনসহ পাঁচজনকে নিয়ে ‘স্বপ্নের দল’ গঠন করেছে ভারতের তামিলনাড়ু রাজ্য। এ দলে এই তিন বিখ্যাত অর্থনীতিবিদ ছাড়াও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনকে অর্থনৈতিক পরামর্শ দেবেন আরও কয়েকজন বিশিষ্ট অর্থনীতিবিদ।

গতকাল সোমবার ১৬তম তামিলনাড়ু বিধানসভার প্রথম বৈঠকে রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত অর্থনৈতিক উপদেষ্টাদের নাম ঘোষণা করেন। এই দল তামিলনাড়ুর আর্থিক উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা তৈরি করবেন। রাজ্যের অর্থনীতি, কোভিড মহামারি-পরবর্তী পুনরুদ্ধার ও অনিশ্চিত আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে তাঁরা পরামর্শ দেবেন।

পাঁচজনের সেই অর্থনৈতিক পরামর্শদাতা কাউন্সিলে আছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ দুফলো। ২০১৯ সালে দুফলো ও তাঁর স্বামী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেন। এ স্বপ্নের দলে আরও আছেন, ভারতের সাবেক প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রামানিয়ান, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সাবেক গভর্নর রঘুরাম রাজন, উন্নয়নমূলক অর্থনীতিবিদ জেন ড্রেজ ও সাবেক অর্থসচিব এস নারায়ণ।

এই বিশেষজ্ঞ দলটি তামিলনাডুর অর্থনৈতিক ও সামাজিক নীতি নির্ধারণে পরামর্শ দেবেন। সাবেক আমলারা বলছেন, এই দল গঠনের মাধ্যমে এটি স্পষ্ট হলো যে মুখ্যমন্ত্রী এম কে স্টালিন রাজ্যের অর্থনৈতিক ও সামাজিক নীতি নির্ধারণে নতুন ধারণা নিতে চাচ্ছেন।

হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, তামিলনাড়ু রাজ্যের অর্থমন্ত্রী পালানিভেল থিঙ্গারাজন বলেন, অধ্যাপক রাজন ও অরবিন্দ সুব্রামানিয়ান তামিল। অধ্যাপক দুফলোর একটি সংস্থার সঙ্গে তামিলনাড়ুর জন্য কাজ করছেন। সাবেক অর্থসচিব এস নারায়ণও তামিল। ফলে তামিলনাড়ুর অর্থনৈতিক উন্নতি কীভাবে সম্ভব, সে বিষয়ে তাঁদের স্বচ্ছ ধারণা আছে। সেই ধারণাকেই কাজে লাগানোর পরিকল্পনা করা হয়েছে।
পালানিভেল থিঙ্গারাজন বলেন, ‘মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন, আমাদের সাহায্যের জন্য এখন দুনিয়ার সেরা মস্তিষ্কের প্রয়োজন। কারণ, আমাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে সর্বাত্মক উন্নয়ন।’

তামিলনাড়ু সরকারের নির্দেশিকায় বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, তামিলনাড়ুর অর্থনীতি, সমাজ ও রাজনীতির বিষয়ে অবহিত, এমন সেরা অর্থনীতিবিদদের পরামর্শের প্রয়োজন আছে। সেই সঙ্গে ভারতীয় এবং অর্থনীতির বিষয়েও স্পষ্ট ধারণা থাকবে, এমন অর্থনীতিবিদদের পরামর্শ চাইছে তামিলনাড়ু সরকার।