হুয়াওয়েকে আরও চাপ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

  • চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে ওপর আরও কড়াকড়ি আরোপ করছে যুক্তরাষ্ট্র।

  • পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেই বলেন, হুয়াওয়ে তীব্রভাবে মে মাসে আরোপিত বিধিনিষেধ থেকে দূরে থাকার চেষ্টা করেছে।

  • বহুদিন ধরেই যুক্তরাষ্ট্র চীনের বৃহত্তম প্রযুক্তি কোম্পানিগুলোকে টার্গেট করেছে।

ক্যাপশন: চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে ওপর আরও কড়াকড়ি আরোপ করছে যুক্তরাষ্ট্র ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে ওপর আরও কড়াকড়ি আরোপ করছে যুক্তরাষ্ট্র। এবার মার্কিন বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও যন্ত্রাংশের ওপর হুয়াওয়ের প্রবেশ সীমাবদ্ধ করছে তারা। উদ্দেশ্য হলো মার্কিন প্রযুক্তি ব্যবহার করে তৈরি কম্পিউটার চিপ যেন কিনতে না পারে হুয়াওয়ে। এমনকি যদি সেগুলো হুয়াওয়ের জন্য বিশেষভাবে ডিজাইন করা নাও হয়। সেই সঙ্গে হুয়াওয়ের সঙ্গে যুক্ত ৩৮টি নাম নতুন করে কালো তালিকায় যুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেই বলেন, হুয়াওয়ে তীব্রভাবে মে মাসে আরোপিত বিধিনিষেধ থেকে দূরে থাকার চেষ্টা করেছে।

মার্কিন বাণিজ্য বিভাগ বলেছে যে বিশ্বব্যাপী চিপমেকাররা যারা মার্কিন প্রযুক্তি ব্যবহার করছে, হুয়াওয়ের জন্য পণ্য তৈরি করতে তাদের মার্কিন সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হয়েছে। নতুন আদেশ সেই বিধি নিষেধকে আরও প্রসারিত করছে।


এদিকে যুক্তরাষ্ট্রের চাপে ভালোই বিপাকে আছে হুয়াওয়ে। প্রায় এক বছরের বেশি সময় ধরে চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে ও এর মার্কিন অংশীদার মার্কিন সরকারের কাছ থেকে সাময়িক লাইসেন্স পেয়ে আসছে। কয়েকবার তাদের লাইসেন্সের মেয়াদ বাড়ানো হলেও গত শনিবার থেকে হুয়াওয়ের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। এতে হুয়াওয়ের পুরোনো ফোন ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা জারি থাকায় হুয়াওয়ের স্মার্টফোনে সমর্থন দিতে পারছে না গুগল। ২০১৯ সালের ১৬ মের আগে তৈরি যে কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন অবশ্য এখনো গুগলের নিরাপত্তা হালনাগাদ ও গুগলের অ্যাপগুলোর সাধারণ হালনাগাদ পাওয়ার যোগ্য। তবে শর্ত হচ্ছে, হুয়াওয়ে যদি সফটওয়্যার হালনাগাদ করতে গিয়ে কোনো কিছু পরিবর্তন করে, তবে গুগল এতে সাহায্য করবে না।

বহুদিন ধরেই যুক্তরাষ্ট্র চীনের বৃহত্তম প্রযুক্তি কোম্পানিগুলোকে টার্গেট করেছে। হুয়াওয়ে ছাড়াও নিষেধাজ্ঞার খড়গ পড়েছে টিকটক আবার উইচ্যাটের ওপর। বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আলীবাবার ওপরও নিষেধাজ্ঞার খড়গ পড়তে পারে।