হয় টিকা, নয়তো সপ্তাহে সপ্তাহে কোভিড পরীক্ষার নির্দেশ বাইডেনের

জো বাইডেন
ছবি: রযটার্স

করোনা নিয়ন্ত্রণ করতে নতুন ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার বলা হয়েছে, বড় বড় কোম্পানির কর্মীদের হয় করোনার টিকা নিতে হবে, নয়তো প্রতি সপ্তাহে করোনা পরীক্ষা করতে হবে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

করোনার সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় চাপের মুখে আছেন প্রেসিডেন্ট বাইডেন। আর তাই লাখ লাখ ফেডারেল কর্মীর জন্য টিকা বাধ্যতামূলক করা হচ্ছে।

এখন পর্যন্ত করোনায় যুক্তরাষ্ট্রে সাড়ে ছয় লাখের ওপর মানুষের মৃত্যু হয়েছে। তবে সংক্রমণ বেশ কমে এসেছিল। এবারের গ্রীষ্ম করোনামুক্ত হবে, এমন ঘোষণা দিয়েছিলেন জো বাইডেন। তবে নতুন ডেলটা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ায় করোনা পরিস্থিতির আবার অবনতি হয়েছে দেশটিতে।

গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক ভাষণে বাইডেন মার্কিন শ্রম দপ্তরকে নির্দেশ দেন, শতাধিক কর্মী আছেন, এমন কোম্পানিগুলোতে অবশ্যই কর্মীদের করোনার টিকা দিতে হবে। আর টিকা না দিলে করোনা হয়নি, এমনটা প্রমাণের জন্য সপ্তাহে একবার করোনার পরীক্ষা করতে হবে। এ নির্দেশ দেশটির আট কোটি কর্মীর ওপর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

বাইডেন বলেন, ‘এটি স্বাধীনতা বা ব্যক্তিগত পছন্দ নয়, এটি নিজেকে ও আপনার চারপাশের মানুষকে রক্ষা করার বিষয়।’ কর্মীদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে।

বাইডেন বলেন, নতুন টিকার আদেশ স্বাধীনতা বা ব্যক্তিগত পছন্দের বিষয় নয়, এটি এখন বাধ্যতামূলক পছন্দ হিসেবে দেখতে হবে। যাঁরা টিকা নেননি, তাঁদের টিকা বাধ্যতামূলক করার জন্য প্রেসিডেন্ট তাঁর নির্বাহী ক্ষমতার পুরো শক্তি ব্যবহার করেছেন। যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান নতুন নির্দেশ মানবে না, তারা জরিমানার সম্মুখীনও হতে পারে।

এর আগে জুলাই মাসে এক বক্তৃতায় বাইডেন জাতির উদ্দেশে বলেছিলেন, যুক্তরাষ্ট্র শিগগিরই ভাইরাস থেকে মুক্ত হবে। তবে ডেলটা ভেরিয়েন্ট সেই প্রত্যাশাকে পিছিয়ে দিয়েছে।