পাঁচ পণ্য আমদানির তথ্য জানাল কেন্দ্রীয় ব্যাংক

রমজান মাসে চাহিদা বাড়ে, এমন পণ্য আমদানিতে যথেষ্ট পরিমাণ ঋণপত্র খোলা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সরবরাহব্যবস্থা স্বাভাবিক থাকলে এসব পণ্যের কোনো সংকট হবে না বলে জানিয়েছে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।
আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংক এক সংবাদ সম্মেলন ডেকে এ তথ্য প্রকাশ করে। এত দিন সাংবাদিকেরা পণ্য আমদানির তথ্য জানতে চাইলেও বাংলাদেশ ব্যাংক তা প্রকাশে অস্বীকৃতি জানিয়ে আসছিল। পণ্য পাঁচটি হলো চিনি, ছোলা, ভোজ্যতেল, পেঁয়াজ ও খেজুর।

আগামী মাসের শেষ সপ্তাহে শুরু হচ্ছে পবিত্র রমজান মাসের রোজা।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, রমজানে যেসব পণ্যের চাহিদা বাড়ে, এসব পণ্য আমদানিতে যথেষ্ট পরিমাণ ঋণপত্র খোলা হয়েছে। যতটা প্রয়োজন, সেই পরিমাণ ঋণপত্র খোলা হয়েছে।

মেজবাউল হক জানান, নিবিড় তদারকির মাধ্যমে পণ্য সরবরাহ করা হলে কোনো ঘাটতি হবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তায় নিয়মিত তদারক করা হচ্ছে। ঋণপত্র নিষ্পত্তিতে কোনো সহায়তা (অর্থাৎ ডলার) প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক সহায়তা দেবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গত বছরের জানুয়ারিতে ৫ লাখ ১১ হাজার ৪৯২ মেট্রিক টন চিনি আমদানির ঋণপত্র খোলা হয়েছিল আর গত জানুয়ারিতে খোলা হয়েছে ৫ লাখ ৬৫ হাজার ৯৪১ মেট্রিক টন চিনি আমদানির। গত বছরের জানুয়ারিতে ভোজ্যতেলের ঋণপত্র খোলা হয়েছিল ৩ লাখ ৫২ হাজার ৯৫৯ মেট্রিক টন, যা গত জানুয়ারিতে বেড়ে হয়েছে ৩ লাখ ৯০ হাজার ৮৫৩ মেট্রিক টন।

তবে গত বছরের জানুয়ারিতে ২ লাখ ৬৫ হাজার ৫৯৬ মেট্রিক টন ছোলা আমদানির জন্য খোলা হলেও চলতি বছরের একই সময়ে ঋণপত্র খোলা কমে হয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৬৬ মেট্রিক টন। গত বছরের একই মাসে ৩৬ হাজার ২২৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছিল, এবার যা বেড়ে হয়েছে ৪২ হাজার ৫৬২ মেট্রিক টন। খেজুর আমদানির জন্য ঋণপত্র খোলা এ বছর বেড়েছে—গত বছরের ১৬ হাজার ২৯৮ মেট্রিক টন থেকে বেড়ে বর্তমান বছরে ২৯ হাজার ৪৮১ মেট্রিক টন।

সব মিলিয়ে এই পাঁচ পণ্যে গত বছরের জানুয়ারিতে ঋণপত্র খোলা হয়েছিল ১১ লাখ ৮২ হাজার ৭৭৩ মেট্রিক টনের জন্য। তবে এ বছরের জানুয়ারিতে তা বেড়ে হয়েছে ১২ লাখ ৫৩ হাজার ৪০৫ মেট্রিক টন।

সংবাদ সম্মেলনে মেজবাউল হক আরও বলেন, ‘রমজানের পণ্য আমদানিতে নীতি সহায়তা দেওয়া হয়েছে। চাহিদামতো ঋণপত্র খোলা হচ্ছে। আশা করছি পণ্য সরবরাহও স্বাভাবিক থাকবে।’