ভ্যাট লটারির ড্র হয়েছে, কে জিতলেন প্রথম পুরস্কার

এখন প্রতি মাসে মূল্য সংযোজন কর বা ভ্যাট রসিদের নম্বরের ওপর লাখ টাকা জেতার সুযোগ রয়েছে। এপ্রিলের ভ্যাট লটারি আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম পুরস্কার বিজয়ীর কূপন নম্বর হলো-০০২১২৩ কিউওয়াইএইচএআরইউসি ৪৭৮। এই বিজয়ী পুরস্কার হিসেবে এক লাখ টাকা পাবেন। দ্বিতীয় পুরস্কার বিজয়ীর কূপন নম্বর হলো ০০০০২৩ এফওএমএইউজেডব্লিউ ৩৯০। পুরস্কার হিসেবে তিনি পাবেন ৫০ হাজার টাকা।

ঢাকার আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এপ্রিলের ভ্যাট লটারি বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ব্যবহার উৎসাহিত করতে এনবিআরের ভ্যাট বিভাগ এই লটারি চালু করে। প্রতি মাসে ইএফডি যন্ত্রে বেচাকেনার রসিদ প্রদানের বিপরীতে ৩৫ থেকে ৪০ কোটি টাকার ভ্যাট আসে। ইএফডি মেশিন থেকে যে রসিদ পাওয়া যায়, সেই রসিদ নম্বরের ভিত্তিতে প্রতি মাসে লটারি করে এনবিআর।

২০২২ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো ১০১ ভ্যাটদাতাকে ১০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দিতে মাসিক এই লটারি চালু করা হয়। ইএফডি মেশিনের মাধ্যমে বেচাকেনা উৎসাহিত করতে এনবিআরের ভ্যাট বিভাগ এটির আয়োজন করে। তবে পুরস্কার পেতে হলে দোকানের ইএফডি যন্ত্র থেকে দেওয়া কেনাকাটার রসিদটি সংরক্ষণ করতে হয়। কারণ, ওই রসিদ ছাড়া লটারি জয়ের পুরস্কার দাবি করা যায় না।

এপ্রিলের বিজয়ীদের এ মাসেরই শেষ কার্যদিবসের মধ্যে পুরস্কারের জন্য আবেদন করতে হবে। এরপর কূপন নম্বর মিলিয়ে দেখাসহ যাবতীয় তথ্য যাচাই–বাছাই করা হবে। আবেদনপত্রে আবেদনকারীর নাম, সই, ঠিকানা, মুঠোফোন নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর (প্রযোজ্য ক্ষেত্রে), চালান নম্বর, ইস্যুর তারিখ থাকতে হয়।