আবারও শুরু অনলাইন রেফ্রিজারেটর মেলা
ঈদুল আজহা সামনে রেখে আজ শনিবার আবারও শুরু হয়েছে ১০ দিনব্যাপী অনলাইন রেফ্রিজারেটর মেলা। তৃতীয়বারের মতো এই মেলার আয়োজন করেছে প্রথম আলো ডটকম। এবারের মেলায় ব্যাংক পার্টনার হিসেবে থাকছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে ইলেকট্রনিক সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপ।
এবারের আয়োজনে অংশ নিচ্ছে রেফ্রিজারেটর প্রস্তুতকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সিঙ্গার বেকো, ইলেক্ট্রোমার্ট (কনকা), ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, র্যাংগস ইলেকট্রনিকস, স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ, হায়ার বাংলাদেশ, মিনিস্টার হাইটেক পার্ক, বাটারফ্লাই মার্কেটিং, ভিশন ইলেকট্রনিকস, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল ও র্যাংগস ই-মার্ট। অনলাইনের পাশাপাশি এবার প্রথম অফলাইনেও আয়োজিত হবে এ মেলা। ৭ ও ৮ জুন রাজধানীর তেজগাঁও ও গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে। থাকবে রেফ্রিজারেটর কোম্পানির স্টলের পাশাপাশি র্যাফল ড্রসহ বিভিন্ন আয়োজন।
অনলাইন মেলায় রেফ্রিজারেটর প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের রেফ্রিজারেটরের দরদাম, অফার সহ থাকবে নানা আয়োজন। মেলার বিস্তারিত জানা যাবে refrigeratormela.pro ওয়েবসাইটে।