জিএলজি অ্যাসেটস: স্বপ্ন নির্মাণের বন্ধু

একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানকে মানুষের ‘স্বপ্ন নির্মাণের বন্ধু’ বললে খুব একটা ভুল হবে না। হ্যাঁ, যাঁদের একটি স্বপ্ন থাকে যে নিজের একটা সুন্দর ও গোছানো বাড়ি বা ফ্ল্যাট থাকবে, তাঁদের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে হাত বাড়িয়ে দেয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলো।

বাংলাদেশের প্রেক্ষাপটে এমনই একটি স্বপ্নের বাড়ি নির্মাণের কারিগর হলো জিএলজি অ্যাসেটস লিমিটেড। যারা সাত বছরের বেশি সময় ধরে মানুষের স্বপ্ন নির্মাণে ও দেশের রিয়েল এস্টেট খাতে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। রিয়েল এস্টেট ও নির্মাণ খাতে যাত্রা শুরুর পর থেকেই সেবার গুণমান, প্রতিশ্রুতি ও সঠিক সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা এবং নৈতিকতা ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

অল্প সময়ের মধ্যে অনেক যুগান্তকারী প্রকল্প সম্পন্ন করেছে জিএলজি অ্যাসেটস লিমিটেড। জিএলজি–কর্তৃপক্ষ বিশ্বাস করে, গ্রাহকেরাই সব অর্জনের চালিকাশক্তি এবং তাদের সঙ্গে একটি মজবুত ও দীর্ঘস্থায়ী সম্পর্ক স্থাপনে সর্বদা সতর্ক থাকেন তারা। গ্রাহকদের যথাযথ মূল্যায়ন ও তাদের কাজের ক্রমাগত উন্নয়নের মাধ্যমে এই সম্পর্ককে আরও শক্তিশালী করার চেষ্টা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি এবং প্রায় শতভাগ সফলও তারা। গ্রাহকদের খুশিকেই প্রতিষ্ঠানের সফলতার মানদণ্ড হিসেবে বিবেচনা করে জিএলজি অ্যাসেটস।

এই সফলতার পেছনে প্রতিষ্ঠানের সব কর্মী ও সদস্যদের অবদান অনস্বীকার্য, কারণ তারা গ্রাহকদের স্বপ্ন পূরণে শীর্ষপর্যায়ে ভূমিকা পালন করে। এ জন্যই জিএলজি অ্যাসেটস গ্রাহকদের চাহিদা অনুযায়ী তাদের সামর্থ্য, বাজেট ও আকাঙ্ক্ষার মধ্যে সেরা প্রকল্পটি তৈরি করে দিতে পারে।

প্রতিষ্ঠানটি তাই সব সময় সেসব কর্মীকে নিয়োগ দেয়, যাঁরা কর্মক্ষেত্রে সর্বোচ্চ পরিশ্রম ও মেধার স্বাক্ষর রাখবেন। এ জন্য তাঁদের কাজের উপযুক্ত পরিবেশ ও অধিকার রক্ষার ব্যাপারেও প্রতিষ্ঠানটি প্রতিজ্ঞাবদ্ধ।

প্রযুক্তির মাধ্যমে ও বিজ্ঞানসম্মত উপায়ে একটি নিরাপদ ও আধুনিক স্থাপত্য-কাঠামো তৈরি করাই জিএলজি অ্যাসেটসের মূল লক্ষ্য। তাই গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে তাঁদের জীবনযাপনকে আরও আরামদায়ক ও পরিবেশবান্ধব করতে সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে তারা।

জিএলজি অ্যাসেটস আইএসও-৯০০১ সার্টিফায়েড, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) অন্যতম সদস্য এবং রাজউকের তালিকাভুক্ত প্রতিষ্ঠান।

দেশের রিয়েল এস্টেট খাতে ‘জিএলজি অ্যাসেটস লিমিটেড’ খুব বেশি পুরোনো নাম না হলেও এরই মধ্যে তারা গ্রাহকদের আস্থা অর্জন করেছে। দক্ষ ও অভিজ্ঞ জনবলের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের চাহিদা পূরণ করে সর্বোচ্চ সেবা দিতে সক্ষম হচ্ছে। অল্প সময়েই দেশের অন্যতম শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানি হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে পারবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

জিএলজি অ্যাসেটস ইতিমধ্যে ১৩টি প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে এবং গ্রাহকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে রাজধানীর বসুন্ধরা, মিরপুর ও মহাখালীর মতো সেরা আবাসিক এলাকাগুলোয় মোট ১৫টি প্রকল্প চলমান। আরও কিছু প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে। এ ছাড়া প্রতিষ্ঠানটির অন্যান্য সেবার মধ্যে রয়েছে ইন্টেরিয়র ডিজাইন, বিল্ডিং কনস্ট্রাকশন, আর্কিটেকচারাল ডিজাইন ও কনসালটেন্সি। এই সেবাগুলো তারা পৃথকভাবেও দিয়ে থাকে।

গ্রাহক সন্তুষ্টিতে নির্মাণকাজে যেকোনো পরিস্থিতে সেরা উপাদান ও উপকরণ ব্যবহার করে থাকে জিএলজি। বাজারে উপকরণাদির মূল্যের ঊর্ধ্বগতি থাকা সত্ত্বেও তারা সেরা উপকরণ ব্যবহারে বদ্ধপরিকর। পাশাপাশি কাঙ্ক্ষিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করাও জিএলজি অ্যাসেটসের অন্যতম বৈশিষ্ট্য।