রিহ্যাবের নির্বাচনে ২৫ পদে জয়ী ঐক্য পরিষদ

রিহ্যাবের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট দিচ্ছেন একজন ভোটার। আজ মঙ্গলবার রাজধানীর খামারবাড়ির কেআইবি মিলনায়তনেছবি: প্রথম আলো

আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিহ্যাবের ২০২৪-২৬ মেয়াদের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৯টি পদের মধ্যে ২৫টিতে জয়ী হয়েছে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ। এই প্যানেলের নেতৃত্বে আছেন জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওয়াহিদুজ্জামান। তিনি সর্বোচ্চ ২৪৮টি ভোট পেয়েছেন।

এ ছাড়া হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের এমডি ইন্তেখাবুল হামিদের নেতৃত্বাধীন জয় ধারা প্যানেলের তিনজন প্রার্থী জয়ী হয়েছেন। এ ছাড়া ডেভেলপারস ফোরাম প্যানেলের একজন জয়ী হয়েছেন। অন্যদিকে নবজাগরণ প্যানেলের কেউ জয়ী হতে পারেননি। স্বতন্ত্র প্রার্থীরাও কেউ জয়ের মুখ দেখেননি।

রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আজ মঙ্গলবার বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হয়। ছয় ঘণ্টার বিরতিহীন ভোটে ৪৭৬ জন ভোটারের মধ্যে ৪০৯ জন ভোট দিয়েছেন। অর্থাৎ ভোট পড়েছে প্রায় ৮৬ শতাংশ। ভোট গ্রহণ শেষে ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনা করা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় ভোটের ফলাফল প্রকাশ করেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুব্রত কুমার দের নেতৃত্বাধীন নির্বাচন বোর্ডের সদস্যরা।

ভোট দেওয়ার জন্য ব্যালট পেপার নিচ্ছেন একজন ভোটার। আজ মঙ্গলবার রাজধানীর খামারবাড়ির কেআইবি মিলনায়তনে
ছবি: প্রথম আলো

আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের যাঁরা জয়ী হয়েছেন—জাপান গার্ডেন সিটির এমডি মো. ওয়াহিদুজ্জামান (প্রাপ্ত ভোট ২৪৮), বেসিক বিল্ডার্সের এমডি আব্দুল লতিফ (২৪১), আক্তার প্রপার্টিজের এমডি মোহাম্মদ আক্তার বিশ্বাস (২২৬), ব্রিকস ওয়ার্কস ডেভেলপমেন্টের চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়া (২২০), র‍্যামস বিল্ডার্সের এমডি মো. মহসিন মিঞা (২১২), আরমা রিয়েল এস্টেটের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক (২১০), অ্যাসিউর ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইনের এমডি মো. শেখ সাদী (২০৫), অ্যাম্বিট বিল্ডার্সের ডিএমডি মো. হারুন-অর-রশিদ (১৯৭), ডমিনিয়ন প্রপার্টিজের এমডি মুহাম্মদ লাবিব বিল্লাহ (১৯৭), হেরিটেজ রিয়েল এস্টেটের ডিএমডি মিরাজ মোক্তাদির (১৯৫), ঐশী প্রপার্টিজের চেয়ারম্যান আইয়ুব আলী (১৭৯), অনির্বাণ অ্যাসেটসের চেয়ারম্যান শেখ মো. শোয়েব উদ্দিন (১৬৬), হাভেলি প্রপার্টি ডেভেলপমেন্টের এমডি এম এ আউয়াল (১৬৩), অ্যাবাইডিং ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিংসের এমডি কামরুল ইসলাম (১৫৮), প্রিমিয়ার হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্টের এমডি মোবারক হোসেন (১৫৭), রিচমন্ড ডেভেলপারসের এমডি এ এফ এম ওবায়দুল্লাহ (১৫৬), ন্যাচারাল রিয়েল এস্টেটের চেয়ারম্যান দেওয়ান নাসিরুল হক (১৫৩), রাজা হোল্ডিংয়ের এমডি সেলিম রাজা (১৫৩), গোল্ড সিলভার হোমসের এমডি মো. ফারুক আহমেদ (১৫২), সাউথ এশিয়া ডেভেলপমেন্টের এমডি শেখ কামাল (১৫২), হক হোমস অ্যান্ড বিল্ডার্সের এমডি ইমদাদুল হক (১৫০), পদ্মা হোমসের এমডি সুরুজ হায়দার (১৪৫) এবং সাবা প্রপার্টিজের এমডি মো. মনজুরুল ফরহাদ (১৪২)। এই প্যানেলের চট্টগ্রামের প্রতিনিধি সিকিউর প্রপার্টি ম্যানেজমেন্টের চেয়ারম্যান মো. মোরশেদুল হাসান (২২০) ও আর এফ বিল্ডার্সের এমডি হাজী দেলোয়ার হোসেন (২১২) জয়ী হয়েছেন।

রিহ্যাবের নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রচারে অংশ নেওয়া কর্মীরা। আজ মঙ্গলবার রাজধানীর খামারবাড়ির কেআইবি মিলনায়তনের বাইরে
ছবি: প্রথম আলো

জয় ধারা প্যানেলের জয়ী হয়েছেন—হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের এমডি ইন্তেখাবুল হামিদ (১৫৩) ও স্কাই ভিউ ফাউন্ডেশনের এমডি এন জোহা (১০৯)। এই প্যানেলের চট্টগ্রাম প্রতিনিধি এয়ারবেল ডেভেলপমেন্ট টেকনোলজিসের এমডি আবদুল কৈয়ুম চৌধুরী (২০১) জয়ী হয়েছেন। আর ডেভেলপারস ফোরাম প্যানেলে প্রার্থী বিটিআইয়ের উপদেষ্টা আরশি হায়দার ১৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

কেন্দ্রীয় কমিটির বাইরে চট্টগ্রাম আঞ্চলিক কমিটির তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭ জন। এসব পদে ৪৪ জন ভোটারের মধ্যে ৩৯ জন ভোট দেন। শেষ পর্যন্ত জয়ী হয়েছেন—স্ক্যান হোল্ডিংসের এমডি আব্দুল কাইয়ূম ভূঁইয়া (৩২), পাল হোমসের পরিচালক সৈয়দ ইরফানুল আলম (২৫) এবং অ্যামিটি অ্যাপার্টমেন্ট অ্যান্ড ডেভেলপারসের এমডি নুর উদ্দিন আহাম্মদ (২৪)।