ভারতের বেঙ্গালুরুতে প্রযুক্তি ও উদ্ভাবনকেন্দ্র স্থাপন করেছে শপআপ

বাংলাদেশের সবচেয়ে বড় বিজনেস টু বিজনেস ব্যবসা প্লাটফর্ম শপআপ ভারতের বেঙ্গালুরুতে তাদের প্রযুত্তি ও উদ্ভাবনকেন্দ্র স্থাপন করেছে। এটি শপআপের জন্য একটি বড় মাইলফলক। ফলে ‘প্রাচ্যের সিলিকন ভ্যালি’ হিসেবে পরিচিত বেঙ্গালুরুর সুবিধা ব্যবহার করতে পারবে প্রতিষ্ঠানটি।

শপআপের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেঙ্গালুরুতে এই কেন্দ্র স্থাপনের মাধ্যমে বৈশ্বিক প্রযুক্তিমেধা ব্যবহার ও সর্বশেষ প্রযুক্তিবিষয়ক চর্চা করা সম্ভব হবে। শপআপের বেঙ্গালুরু কার্যালয়ে এরই মধ্যে প্রায় ১০০ দক্ষ প্রকৌশলী, ডেটা সায়েন্টিস্ট ও পণ্য ব্যবস্থাপক নিয়োগ করা হয়েছে। ওয়ালমার্ট, গোজেক, ইনফোসিস, উবার, মিন্ত্রা, ফোগো, ফালাবেলার মতো এই অঞ্চলের সেরা স্টার্টআপ ও প্রযুক্তি কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা তাঁদের রয়েছে।

নবনীতা কৃষ্ণান বেঙ্গালুরুর প্রযুক্তিশিল্পে সুপরিচিত প্রকৌশলী। তিনি শপআপের প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে বেঙ্গালুরুতে এই দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জোহো ও ফ্রেশওয়ার্কসের মতো প্রতিষ্ঠানের প্রযুক্তিগত উৎকর্ষের পেছনের মূল ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের বিভিন্ন পর্যায়ে অনুমোদনের পর শপআপের এই বেঙ্গালুরু কার্যালয় গত মার্চে উদ্বোধন করা হয়। প্রযুক্তি ও মানবসম্পদে বিনিয়োগের মাধ্যমে প্রবৃদ্ধি ও পরিচালনগত উৎকর্ষ অর্জনের ক্ষেত্রে শপআপের যে অঙ্গীকার রয়েছে, এই কেন্দ্র স্থাপন তারই প্রতিফলন।

খাদ্য সরবরাহ চেইন ব্যবস্থাপনার লক্ষ্যে বেঙ্গালুরুর প্রযুক্তিসহায়ক পরিবেশ কাজে লাগিয়ে শপআপ অপচয়বিহীন, ব্যয়সাশ্রয়ী ও সম্পূর্ণ ব্যবস্থা গড়ে তুলতে চায়। দক্ষিণ এশিয়ার বিজনেস টু বিজনেস কমার্স শিল্পে সামনের সারিতে থাকতে এটা প্রয়োজন বলে মনে করে শপআপ।