আর্জেন্টিনায় ৩০ বছরে সর্বোচ্চ মূল্যস্ফীতি এপ্রিলে, প্রায় ১০৯ শতাংশ

প্রতীকী ছবি

আর্জেন্টিনার মূল্যস্ফীতি রেকর্ড উচ্চতায় উঠেছে। ২০২২ সালের এপ্রিল মাসের তুলনায় চলতি বছরের এপ্রিল মাসে দেশটির মূল্যস্ফীতি ১০৮ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে, যা আর্জেন্টিনার ইতিহাসে ৩ দশকের মধ্যে সর্বোচ্চ। মার্চ মাসেও তা ১০০ শতাংশের ওপরে ছিল।

আর্জেন্টিনার পরিসংখ্যান ইনস্টিটিউটের সূত্রে গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে চ্যানেলনিউজএশিয়া ডটকম।

তবে চলতি বছরের মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে মূল্যস্ফীতি বেড়েছে ৮ দশমিক ৪ শতাংশ।

বর্তমানে বিশ্বের যেসব স্থানে মূল্যস্ফীতি সবচেয়ে বেশি, আর্জেন্টিনা তার মধ্যে অন্যতম। ২০২২ সালে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৯৪ দশমিক ৮ শতাংশ; ১৯৯১ সালের পর যা ছিল সর্বোচ্চ। সেবার দেশটির মূল্যস্ফীতি ১৭১ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল।

আর্জেন্টিনা সরকার ২০২৩ সালের জন্য মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৬০ শতাংশ। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বাজারের বাস্তবতার আলোকে বলা হয়েছে, ২০২৩ সালে মূল্যস্ফীতি ১২৬ দশমিক ৪ শতাংশে উঠতে পারে।

এদিকে ডলারের বিপরীতে আর্জেন্টিনার মুদ্রার অবমূল্যায়ন হচ্ছেই। সামনেই দেশটির জাতীয় নির্বাচন, তার আগে মূল্যস্ফীতি ও মুদ্রার দরপতনে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

গতকাল আর্জেন্টিনার দাপ্তরিক হিসাবে ডলারের বিপরীতে পেসোর মূল্য দাঁড়িয়েছে ২৩৮ দশমিক ৫–এ। কিন্তু কালোবাজারে তা ৪৭৪ পেসো।

আর্জেন্টিনার বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় খাত হলো কৃষি ও পশুসম্পদ। কিন্তু মারাত্মক খরার কারণে গত বছর দেশটির রপ্তানি কমেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস, ২০২৩ সালে দক্ষিণ আমেরিকার দেশটির প্রবৃদ্ধি হবে শূন্য দশমিক ২ শতাংশ।