দেখে নিন আজকের ঢাকার বাজারদর

সবজি সতেজ রাখতে পানি ছিটিয়ে দিচ্ছেন একজন বিক্রেতা। আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে
ছবি: প্রথম আলো

গত কয়েক দিনের টানা বৃষ্টির রেশ নেই। আজ শুক্রবার সকাল থেকেই আকাশ ঝলমলে। যদিও মেঘের সঙ্গে সূর্যের লুকোচুরি চলছে। সকাল থেকে আবহাওয়ায় সুখবর থাকলেও কাঁচাবাজারে স্বস্তির কোনো খবর নেই।

রাজধানীর কারওয়ান বাজারে আজ সকাল সাড়ে আটটা থেকে প্রায় ঘণ্টা দেড়েক ঘুরে দেখা গেল, অধিকাংশ পণ্যের দামই উচ্চমূল্যে স্থিতিশীল। তবে গত সপ্তাহের তুলনায় ডিমের দাম হালিতে ৫ টাকা কমেছে। আজ বিক্রেতারা প্রতি হালির দাম চাচ্ছেন ৫০ টাকা। আর এক ডজন কিনলে ১৫০ টাকা।

এদিকে সবজির দামও গত সপ্তাহের মতোই। প্রতি কেজি ঢ্যাঁড়স ৪০ টাকা, পটোল ৪০, কাঁচা মরিচ ১৮০-২০০, আলু ৪০, করলা ৬০ ও শসা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের বাজারে পাঙাশের কেজি ২০০ টাকা আর তেলাপিয়া বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে। গরু কিংবা খাসির মাংসের দামও গত সপ্তাহের মতোই। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। আর খাসির মাংস ১ হাজার ১০০ টাকা। অন্যদিকে ব্রয়লার মুরগি কেজি ১৭৫ থেকে ১৮০ টাকা।

আসুন একনজরে দেখা নেওয়া যাক, কয়েকটি নিত্যপণ্যের আজকের বাজারদর।

কয়েকটি নিত্যপণ্যের আজকের বাজারদর
গ্রাফিকস: প্রথম আলো