উন্নয়ন সরাসরি দেখতে ভারতের অর্থমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ভারতের গুজরাটের গান্ধীনগরে জি-২০ দেশসমূহের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলনে সাইড লাইনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছেছবি অর্থ মন্ত্রণালয়

বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন সরাসরি দেখতে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নির্মলা সীতারামনও আশ্বাস দিয়েছেন যে তিনি বাংলাদেশে যাবেন।

ভারতের গুজরাটের গান্ধীনগরে জি-২০ দেশগুলোর অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলনের ফাঁকে গতকাল সোমবার অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে মুস্তফা কামাল এ দাওয়াত দেন। গতকাল শুরু হওয়া সম্মেলন আজ শেষ হচ্ছে।

অর্থ মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিশদ আলোচনা হয়েছে।

অর্থমন্ত্রী মুস্তফা কামাল ভারতের অর্থমন্ত্রীকে বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে ভারতের নাম ওতপ্রোতভাবে জড়িত। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও ভারত তিনটি নাম মুক্তিযুদ্ধের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত।

মুস্তফা কামাল আরও বলেন, ভারত শুধু নিকটতম প্রতিবেশীই নয়, বাংলাদেশের বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধু। ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশের ইতিহাসের, ভাষার, সংস্কৃতির ও মনমানসিকতার গভীর সমন্বয়। এ ছাড়া রয়েছে উন্নয়ন-অগ্রযাত্রার সমৃদ্ধ ইতিহাস।

জি-২০ জোটের সদস্য না হওয়া সত্ত্বেও দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে বাংলাদেশকে অতিথি দেশের মর্যাদা দেওয়ায় নির্মলা সীতারামনকে কৃতজ্ঞতা জানান মুস্তফা কামাল।

অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ-ভারত সম্পর্কোন্নয়নে এবং বাংলাদেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

ভারতের মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে কানেকটিভিটি যত বাড়বে, ততই দুই দেশের লোকজনের মধ্যে সম্পর্ক জোরালো হবে। তিনি দুই দেশের অর্থনীতির এলাকায় সহযোগিতা বৃদ্ধির জায়গাগুলো চিহ্নিত করে একযোগে কাজ করার আশা ব্যক্ত করেন।

জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের তিন কর্মকর্তাকে নিয়ে অর্থমন্ত্রী আজ গুজরাট থেকে ভারতের মুম্বাই শহরে যাচ্ছেন। সেখান থেকে আগামীকাল বুধবার তাঁরা ঢাকায় ফিরবেন। আর গভর্নর আব্দুর রউফ তালুকদার ভারতের নয়াদিল্লিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে একটি বৈঠক করবেন। নয়াদিল্লিতে আইএমএফের একটি কার্যালয় রয়েছে।

সূত্রগুলো জানায়, বাংলাদেশকে দেওয়া ঋণের (লাইন অব ক্রেডিট) অর্থ ছাড়ের প্রক্রিয়া কেন ধীরগতির—মুস্তফা কামাল এ বিষয়ে কথা বলেছেন নির্মলা সীতারামনের সঙ্গে। ভারতীয় অর্থমন্ত্রী বিষয়টি সম্পর্কে খোঁজ নেবেন বলে মুস্তফা কামালকে আশ্বস্ত করেন। আবার বাংলাদেশের দিক থেকে কোনো সমস্যা আছে কি না, সেটাও জানতে চান।

এদিকে রুপি-টাকা কার্ড চালুর হালনাগাদ সম্পর্কে জানতে চাইলে সীতারামনকে মুস্তফা কামাল জানান, বাংলাদেশ ব্যাংক এ নিয়ে কাজ করছে।