চ্যাটজিপিটি: এসেছে নতুন সংস্করণ চ্যাটজিপিটি–৪

চ্যাটজিপিটি

চ্যাটজিপিটির নতুন সংস্করণ নিয়ে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ল্যাব ওপেন এআই। এর নাম চ্যাটজিপিটি ফোর। বলা হচ্ছে এটি চ্যাটজিপিটির চেয়ে অধিকতর সৃজনশীল ও উন্নত। ইতিমধ্যে যারা চ্যাটজিপিটি ব্যবহার করছেন, তাঁরা আজ থেকেই চ্যাটজিপিটি ফোর ব্যবহারের সুযোগ পাবেন। খবর দ্য গার্ডিয়ানের

আপাতত যাঁরা মাসিক ২০ মার্কিন ডলারের বিনিময়ে চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রাইব করেছেন, তাঁদের জন্যই জিপিটি-৪ সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।

চ্যাটজিপিটির নতুন ভার্সনে আরও জটিল প্রশ্নের উত্তর পাওয়া যাবে। ওপেন এআই তাদের লাইভ ডেমোতে এমন কিছু প্রশ্ন-উত্তর সবাইকে দেখিয়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে ওপেন এআইয়ের সহপ্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান বলছেন, ‘এটিই এখন পর্যন্ত আমাদের সবচেয়ে কার্যকর মডেল। নতুন এই মডেলকে বলা হচ্ছে মাল্টিমোডাল মডেল, যার অর্থ এটি টেক্সটের সঙ্গে সঙ্গে ছবিকেও ইনপুট হিসেবে গ্রহণ করবে। এ ছাড়া নতুন এই সংস্করণে একসঙ্গে অনেক টেক্সট ইনপুট করা যাবে। এটি একবারে ২০ হাজার শব্দ নিয়ে কাজ করতে এবং তা মনে রাখতে পারবে। পুরো একটি উপন্যাসকে ইনপুট হিসেবে নিতে পারবে চ্যাটজিপিটি।’

ওপেন এআই চ্যাটজিপিটি ফোরের পরিষেবার জন্য ব্যাণিজ্যিক অংশীদারদের সঙ্গেও কাজ করছে। তারা ভাষাশিক্ষা অ্যাপ ডোউলিঙ্গো ও ডোউলিঙ্গো ম্যাক্সের সঙ্গে কাজ করবে। ডোউলিঙ্গো ইংরেজি ভাষা ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ফরাসি ও স্প্যানিশ ভাষায় কথোপকথন শিক্ষার পদ্ধতি চালু করবে।

ডোউলিঙ্গোর পণ্য ব্যবস্থাপক এডউইন বজ দ্য গার্ডিয়ানকে বলেছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের প্রাণ। আমরা পাঠের ব্যক্তিকীকরণ ও ডোউলিঙ্গোর ইংরেজি পরীক্ষা চালাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতাম, কিন্তু এর কিছু দুর্বলতা ছিল। আমরা যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতাম, সেটি মাঝেমধ্যে কথোপকথন অনুশীলন ও প্রাসঙ্গিক বিষয়ে ভুল প্রতিক্রিয়া দিত। চ্যাটজিপিটি এই কাজগুলো সক্ষমতার সঙ্গে করবে, যার ৯৫ শতাংশ প্রোটোটাইপ একদিনের মধ্যে তৈরি করা হয়েছে।

মঙ্গলবার চ্যাটজিপিটি-৪-এর ডেমো চলাকালে ওপেন এআইয়ের সভাপতি ও সহপ্রতিষ্ঠাতা ব্রকম্যান ব্যবহারকারীদের নতুন এই সংস্করণের সক্ষমতার নিদর্শন একঝলক দেখিয়েছেন। তিনি বলেছেন, চ্যাটজিপিটি ফোর শুধু ভাষা মডেল নয়, এটি লেখার পাশাপাশি ছবিও ইনপুট নিতে পারে। টেক্সটের পাশাপাশি ছবি ইনপুট দিলে তার ব্যাখ্যা, বিশ্লেষণ ও উত্তর দেবে চ্যাটজিপিটি–৪। যদিও এখন পর্যন্ত তা সর্বজনীন নয়, শুধু বি মাই আইজ নামের একটি কোম্পানি এর পরীক্ষা করছে।

ডেমোর অংশ হিসেবে একপর্যায়ে চ্যাটজিপিটিকে একটি ক্যামেরাসহ কাঠবিড়ালির মজার ছবি ও একটি হাতে আঁকা স্কেচ বর্ণনা করতে বলা হয়েছিল। চ্যাটজিপিটি-৪ তা সফলভাবে করতে পেরেছে।

ওপেন এআই দাবি করছে, চ্যাটজিপিটি ফোর চ্যাটজিপিটির সব সীমাবদ্ধতা দূর করবে। এটিকে আরও বেশি ডেটা দিয়ে প্রশিক্ষিত করা হয়েছে। বাস্তবতার সঙ্গে মিল রেখেই চ্যাটজিপিটি ফোর সব প্রশ্নের উত্তর দেবে। অর্থাৎ চ্যাটজিপিটির দুর্বল দিকগুলোর উন্নতি ঘটাবে।

ইতিমধ্যে মাইক্রোসফটের নতুন বিং সার্চ ইঞ্জিনে চ্যাটজিপিটি সংযুক্ত করা হয়েছে। আগামীকাল ১৬ মার্চ মাইক্রোসফটও তাদের সার্চ ইঞ্জিনে চ্যাটজিপিটির হালনাগাদ সংস্করণ জিপিটি-৪ সংযুক্ত করার ঘোষণা দিতে পারে। যদিও নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফট ‘খুব সম্ভবত’ তাদের সার্চ ইঞ্জিনে ‘জিপিটি–৪’ সংস্করণ ইতিমধ্যে ব্যবহার করছে।