ভারতে করমুক্ত আয়ের সীমা বাংলাদেশের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি

ভারতের পার্লামেন্টে বাজেট পেশ করছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আজ ১ ফেব্রুয়ারিছবি: এএনআই

মধ্যবিত্ত শ্রেণিকে করসুবিধা দিয়ে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সে দেশের কেন্দ্রীয় সরকারের ২০২৫–২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন। এতে তিনি করমুক্ত ব্যক্তি আয়ের সীমা বাড়িয়ে ১২ লাখ রুপিতে তুলেছেন। অর্থাৎ ভারতীয় নাগরিকেরা বছরে ১২ লাখ রুপি পর্যন্ত আয় করলে তাঁদের কোনো আয়কর দিতে হবে না। এটাকে বাজেটে আমজনতার জন্য অর্থমন্ত্রী নির্মলার ‘বিশেষ উপহার’ বলে মনে দাবি ক্ষমতাসীন বিজেপির।

বাংলাদেশের চলতি ২০২৪–২৫ অর্থবছরের জাতীয় বাজেটে করমুক্ত আয়ের সীমা ধরা হয়েছে সাড়ে তিন লাখ টাকা। এর মানে প্রতিবেশী ভারতের জনগণ করমুক্ত আয়ের সীমায় বাংলাদেশের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি সুবিধা পাচ্ছেন। তাঁদের করমুক্ত আয় ১২ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৬ লাখ টাকার মতো।

এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় বাজেট নিয়ে লিখেছেন, ‘গুলির আঘাতে ব্যান্ড এইড! বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে আমাদের অর্থনৈতিক সংকটের দীর্ঘমেয়াদি সমাধান খোঁজা উচিত। কিন্তু এই সরকার ভাবনার দেউলিয়া।’

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বাজেটকে ‘আম আদমির বাজেট’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, প্রত্যেক ভারতীয়ের স্বপ্নপূরণ করছে এই বাজেট। ১৪০ কোটি ভারতীয়দের আকাঙ্ক্ষা ফুটে উঠছে এই বাজেটের মধ্য দিয়ে। এটা মানুষের বাজেট।

নির্মলা সীতারমন আজ শনিবার বাজেট বক্তৃতায় কৃষকের চাষাবাদ, নারী উদ্যোগ ও ক্ষুদ্রশিল্পকে চাঙা করতে বেশ কিছু প্রকল্প গ্রহণ ও আর্থিক বরাদ্দের ঘোষণা দেন। সেই সঙ্গে বিদ্যুৎ, কৃষি ও ক্ষুদ্র শিল্প কয়েকটি খাতে সংস্কার করা হবে বলে জানান।

নতুন উদ্যোগগুলোর জন্য ‘স্টার্টআপ তহবিলে’ আরও ১০ হাজার কোটি রুপি দেওয়া হবে। এই তহবিলে আগে ১০ হাজার কোটি রুপি বরাদ্দ ছিল। তহবিলটি থেকে পাঁচ লাখ নারীসহ তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের মধ্যে যাঁরা প্রথমবারের মতো উদ্যোক্তা হয়েছেন, তাঁরা প্রত্যেকে দুই কোটি রুপি পর্যন্ত ঋণ পাবেন।

তবে বড় শিল্পের জন্য এবারের বাজেটে বড় কোনো পরিকল্পনা নেই। শুধু বিমানশিল্পের বিকাশে বাজেটে নতুন ১২০টি বিমানবন্দর স্থাপনের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা দেন নির্মলা সীতারমন। যেমন এই শিল্পের ক্রেডিট গ্যারান্টি ৫ কোটি থেকে বাড়িয়ে ১০ কোটি রুপি করা হয়েছে। মাইক্রো এন্টারপ্রাইজ তথা অতি ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর জন্য ৫ লাখ রুপির ঊর্ধ্বসীমা পর্যন্ত ‘কাস্টমাইজড ক্রেডিট কার্ড’ চালু করা হবে। সেই সঙ্গে হকারদের জন্য ইউপিআই লিংক করা ক্রেডিট কার্ডের ব্যবস্থা থাকবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তি খাতের জন্য ৫০০ কোটি রুপি ব্যয়ে ‘সেন্টার ফর এক্সেলেন্স’ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সীতারমন। এ ছাড়া মেডিকেল কলেজগুলোতে আগামী পাঁচ বছরে ৭৫ হাজার আসন বাড়ানোর ঘোষণা দেন অর্থমন্ত্রী।

নির্মলা তাঁর এই অষ্টম বাজেটে ক্যানসারসহ দুরারোগ্য রোগের নিরাময়ে ব্যবহৃত হয় এমন ৩৬টি ওষুধের শুল্ক প্রত্যাহার এবং ৬টি জীবন বাঁচানো ওষুধে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেন নির্মলা সীতারমন।

এ ছাড়া বিদেশে উচ্চশিক্ষার ঋণ কর মওকুফ ও ফরেন রেমিট্যান্স বা প্রবাসী আয়ে করের বোঝা হ্রাস করা হয়েছে।

সূত্র: আনন্দবাজার ও টাইমস অব ইন্ডিয়া