বিসিকের এক দরজায় সব সেবা

দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) বা এক দরজায় সেবা প্রদানের সুবিধা চালু করল বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক)। সরকারি সংস্থা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পর এবার ওএসএস সেবায় যুক্ত হলো বিসিকের নাম।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আজ রোববার রাজধানীর একটি হোটেলে এই সেবার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, জনপ্রশাসনসচিব আলী আজম, শিল্পসচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান প্রমুখ।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, ওয়ান স্টপ সার্ভিস উদ্বোধনের মাধ্যমে বিসিক নতুন যুগে প্রবেশ করল। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ওয়ান স্টপ সার্ভিসের কোনো বিকল্প নেই। আজ থেকে উদ্যোক্তারা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে শিল্প নিবন্ধন সেবা নিতে পারবেন। এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের আওতাধীন ১৭টি সেবাও ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আনার জন্য কার্যক্রম শুরু করেছে বিসিক।

শিল্পমন্ত্রী আরও বলেন, বিসিকের নিজস্ব আরও ২৯টি সেবা এবং বাইরের ১৩টি সেবা ক্রমান্বয়ে ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আনা হবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মতো বিসিক শিল্পনগরগুলোর আওতাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ট্রেড লাইসেন্স দিতে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে কাজ করে যাচ্ছে বিসিক।

অনুষ্ঠানে শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বিসিক কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) উদ্যোক্তাদের অল্প সময় ও খরচে হয়রানিমুক্ত সেবা দিতে পারবে। ওয়ান স্টপ সার্ভিস ডিজিটাল বাংলাদেশের আরেকটি অনুষঙ্গ। বিসিকে ওয়ান স্টপ সার্ভিস চালু হওয়ার ফলে এখন থেকে উদ্যোক্তারা ঘরে বসেই বিভিন্ন সেবা নিতে পারবেন। ফলে তাঁদের একদিকে যেমন সময় কম লাগবে অন্যদিকে অর্থও সাশ্রয় হবে।

বিসিকের চেয়ারম্যান বলেন, ওয়ান স্টপ সার্ভিস চালু করার ফলে বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তাদের দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করা সম্ভব হবে। তিনি বলেন, ওয়ান স্টপ সার্ভিস চালুর ফলে বিসিক শিল্পনগরগুলোতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে। একই সঙ্গে বিশ্বব্যাংকের ব্যবসা সহজীকরণ সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান থেকে উত্তরণ সম্ভব হবে।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে সারা দেশে বিসিকের আওতায় ৭৬টি শিল্পনগর রয়েছে এবং ২০৪১ সালের মধ্যে দেশের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় ৪০ হাজার একর জমিতে ১০০টি পরিবেশবান্ধব শিল্পপার্ক স্থাপনের মহাপরিকল্পনা নেওয়া হয়েছে।