আইএসও সনদ পেল সিভিসি ফাইন্যান্স
সিভিসি ফাইন্যান্স লিমিটেড ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও ২৭০০১: ২০১৩ সনদ অর্জন করেছে। বাংলাদেশের ৩৪টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে তিনটি ও ৬১টি ব্যাংকের মধ্যে ৯টি ব্যাংক এখন পর্যন্ত এই সনদ পেয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপদ ব্যাংকিং ও সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিত করতে ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেমকে সারা বিশ্বে আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে গ্রহণ করা হয়। বর্তমানে বেশির ভাগ ব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ সনদ অর্জন করা বাধ্যতামূলক। এ সনদ আইটি, ডেটা সেন্টার ফাংশন ও ইনফরমেশন সিকিউরিটি ছাড়া আরও বিভিন্ন রকম সেবার সর্বোচ্চ মানের নিশ্চয়তা দেয়।
ব্যুরো ভেরিটাস নামক এক আন্তর্জাতিক এজেন্সি এ সনদ দেয়। ব্যুরো ভেরিটাস লিমিটেড আইএসও ২৭০০১-এর নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে আইটি অপারেশন, ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সাইটের নিরীক্ষা করে থাকে। বিশ্বমানের সেবা ও গ্রাহকের তথ্য নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে সিভিসি ফাইন্যান্স এ সনদ অর্জন করেছে।