আইডিএলসি নিবেদিত এসএমই ব্যবসার বর্তমান ও ভবিষ্যৎ

২৭ জুন বিশ্ব ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় (এসএমই) দিবস। অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের অবদানকে স্বীকৃতি দিতে এবং ক্ষুদ্র উদ্যোগের ব্যাপারে সচেতনতা তৈরি করতে পালিত হয় এসএমই দিবস। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোয় এসএমই হলো প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি।

দেশের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়। বিশ্ব এসএমই দিবস উপলক্ষে আইডিএলসির সহযোগিতায় প্রথম আলোর বিশেষ অনুষ্ঠান 'আইডিএলসি নিবেদিত এসএমই ব্যবসার বর্তমান ও ভবিষ্যৎ'। এটি একটি ফেসবুক লাইভভিত্তিক আলোচনা অনুষ্ঠান।

আলোচনায় থাকছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. লীলা রশিদ, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান ও বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন প্রথম আলোর বিশেষ বার্তা সম্পাদক শওকত হোসেন।

'আইডিএলসি নিবেদিত এসএমই ব্যবসার বর্তমান ও ভবিষ্যৎ' ফেসবুক লাইভ সেশনের প্রথম পর্ব প্রচারিত হবে ২৬ জুন রাত ৯টা ৩০ মিনিটে। প্রথম পর্বে 'এই সময়ে আমাদের এসএমই ব্যবসা' শীর্ষক লাইভ সেশনটি দেখতে চোখ রাখুন প্রথম আলো অথবা আইডিএলসির ফেসবুক পেজে।