আগস্টে মূল্যস্ফীতি কমেছে

চলতি অর্থবছরের আগস্ট মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আগস্ট মাসে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৪৯ শতাংশ। এর আগের মাসে এই হার ছিল ৫ দশমিক ৬২ শতাংশ।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য দেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির তথ্য হিসাব করে থাকে।

মূল্যস্ফীতি কমার কারণ সম্পর্কে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, বন্যা ছিল, রাস্তাঘাট কয়েক দিন বন্ধ ছিল। এখন আবার যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ছাড়া ঈদের পর বাজারের ওপর চাপ কমেছে।

বিবিএস সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত-উভয় পণ্যেই মূল্যস্ফীতি কমেছে। গত আগস্ট মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ২৭ শতাংশ। এর আগের মাসে ছিল ৫ দশমিক ৪২ শতাংশ। অন্যদিকে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি ৫ দশমিক ৮২ শতাংশ হয়েছে। গত জুলাই মাসে তা ছিল ৫ দশমিক ৯৪ শতাংশ।