ই-ফুডের সঙ্গে চুক্তি কেএফসি ও পিৎজা হাট

রাজধানীর একটি হোটেলে গত বৃহস্পতিবার ই-ফুড এবং কেএফসি ও পিৎজা হাটের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়
ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় খাবার সরবরাহকারী প্ল্যাটফর্ম ই-ফুডের সঙ্গে যুক্ত হলো কেএফসি ও পিৎজা হাট। এর ফলে বিশ্ববিখ্যাত ফুড চেইন কেএফসি ও পিৎজা হাটের খাবার ই-ফুডের মাধ্যমে অর্ডার করতে পারবেন গ্রাহকেরা।

রাজধানীর একটি হোটেলে গত বৃহস্পতিবার এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়।

চুক্তিপত্রে ই-ফুডের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ই-ভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও কেএফসি ও পিৎজা হাটের মালিকানা প্রতিষ্ঠান ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ বিষয়ে ই-ভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, ‘আমরা বর্তমানে দেশের প্রধান প্রধান শহরে প্রতিদিন আট থেকে দশ হাজার ফুড ডেলিভারি সেবা দিয়ে থাকি এবং সারা দেশে এই সেবা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছি। দেশের স্বনামধন্য সব ধরনের রেস্টুরেন্ট ই-ফুডে যুক্ত হচ্ছে। এখন থেকে কেএফসি-পিৎজা হাটের মতো স্বনামধন্য রেস্টুরেন্ট থেকে ই-ফুডের মাধ্যমে খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন গ্রাহকেরা। আমাদের লক্ষ্য হলো দ্রুততার সঙ্গে ৩০ মিনিটের মধ্যে গ্রাহকের দোরগোড়ায় খাবার পৌঁছে দেওয়া।’

ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দেব থাপা বলেন, ‘আমরা ই-ভ্যালির মতো দেশীয় ই-কমার্সের সঙ্গে একটা গ্রেট ফুড পার্টনারশিপ করেছি। ই-কমার্সে ফুড ডেলিভারির অনেক সম্ভাবনা রয়েছে।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-ফুড টেকনোলজি বিভাগের প্রধান মোস্তাহিদ উল ইসলাম বাঁধন, ই-ফুড ব্যবসায় উন্নয়ন বিভাগের প্রধান শাহনেওয়াজ মান্নান, ই-ফুড ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক সৈয়দ সজিবুর রহমান এবং ট্রান্সকম ফুড লিমিটেডের কেএফসি অপারেশন ম্যানেজার শেখ জহির আহমেদ দোলন, পিৎজা হাটের অপারেশন ম্যানেজার রূপম প্রসন্ন ঠাকুর, পিৎজা হাটের হোম সার্ভিস ম্যানেজার মাহতাব খান মজলিসসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। বিজ্ঞপ্তি