ইউএস–বাংলার দোহায় ফ্লাইট চালু ৩১ আগস্ট থেকে

ইউএস–বাংলা এয়ারলাইনস ৩১ আগস্ট থেকে ঢাকা-দোহা ফ্লাইট আবারও চালু করতে যাচ্ছে। কোভিড-১৯ সময়কালীন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ধারাবাহিকতায় সেখানে ফ্লাইট শুরু করতে যাচ্ছে।

বাংলাদেশ ও কাতার সরকারের সব ধরনের স্বাস্থ্যবিধি ও ভ্রমণ–সংক্রান্ত নির্দেশনা পালন করা হবে বলে জানান ইউএস–বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার কামরুল ইসলাম বলেন, ইউএস-বাংলা এয়ারলাইনস প্রাথমিকভাবে সপ্তাহে দুদিন ঢাকা থেকে দোহায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতি সপ্তাহে সোম ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে ছেড়ে যাবে। এবং দোহা থেকে একই দিন স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। ১৬৪ আসনের বোয়িং উড়োজাহাজ দিয়ে এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানান তিনি।